October 6, 2025

চাকা ছাড়া গাড়ি দেখতে ভিড়

সোমালিয়া ওয়েব নিউজ: উন্নত সমাজের সাথে সাথে অটোমোবাইলের দুনিয়া মানুষকে অবাক করে দিয়েছে তার নিত্যনতুন আবিষ্কারের মধ্য দিয়ে। বর্তমানে গাড়ির এত রকম ফের সত্যি ভাবা যায় না। বিভিন্ন মডেলের গাড়ি আজকাল বাজারে দেখা যায় এমনকি বিভিন্ন ফিচারস আছে সেইসব গাড়িতে। গাড়ির নিত্যনতুন মডেল দেখে এবং শক্তিশালী ইঞ্জিনের পরিস্থিতি দেখে অনেক মানুষ সামর্থ্য না থাকলেও গাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করে। এমন অনেক মানুষই আছে যারা অনন্য লুক, ডিজ়াইন ও শক্তিশালী ইঞ্জিনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বিভিন্ন ধরনের নামি দামি গাড়ির কথা শুনলেও আপনারা কি কখনো বিশ্বের সবথেকে নিচু গাড়ির কথা শুনেছেন? যার না আছে চাকা, না আছে দরজা।
সম্প্রতি নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ‘বিশ্বের সবথেকে নিচু গাড়ি’টিকে। সেই অদ্ভুত গাড়ি দেখে অবাক না হয়ে পারবেন না। যাতে না আছে কোনও চাকা, এমনকি গাড়িতে কোনও দরজাও নেই। সব থেকে অবাক করা কাণ্ড হলো সেই চাকাবিহীন গাড়ি কেউ একজন চালিয়ে নিয়ে যাচ্ছেন ভেতরে বসে।ভিডিওটি ভাইরাল হয়েছে টুইটারে, সেখানে দেখা গেছে বিশ্বের সবথেকে নিচু গাড়িটিকে। সবার মনে একটাই প্রশ্ন কিভাবে একটি গাড়ি চাকা ছাড়া চলতে পারে? এমনকি তাতে নেই কোন দরজা, মানুষ কিভাবে ঢুকছে বেরোচ্ছে সেই গাড়ি থেকে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে যে, গাড়িটির সিয়ান টপ দেখা যাচ্ছে যার জানলা রয়েছে এবং সামনের বনেটের ফ্ল্যাপ রাস্তায় ছুটছে। চাকা ছাড়া গাড়িটিকে দেখতেও লাগছে বেশ অদ্ভুত। জনগণের মধ্যে গাড়িটিকে দেখে রীতিমত হাসির জোয়ার দেখা দিয়েছে। টুইটারে ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, এটি পৃথিবীর সবথেকে নিচু গাড়ি।

Loading