October 5, 2025

অমরনাথ যাত্রার মধ্যেই জম্মু-কাশ্মীরে বড়সড় সেনা অপারেশন

সোমালিয়া ওয়েব নিউজ: একদিকে চলছে অমরনাথ যাত্রা, তার মধ্যে কাশ্মীরে বড়সড় সেনা অপারেশনে খতম ৪ জঙ্গি। জম্মু-কাশ্মীরে পুঞ্চ জেলার সিন্ধরা এলাকায় এনকাউন্টারের নিহত হয়েছে ৪ জঙ্গি। সোমবার রাতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। জঙ্গিদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোন ব্যবহার করা হয়েছিল। সেনার তরফ থেকে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ত্রিনেত্র অপারেশন।জানা গিয়েছে, এই অভিযানে অংশ নিয়েছিল ভারতীয় সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী। নিহত জঙ্গিদের শনাক্তকরনের চেষ্টা চলছে। অনুমান করা হচ্ছে, উপত্যকায় বড়সড় নাশকতার ছক ছিল এই জঙ্গিদের। গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে অভিযানে নাম যৌথ বাহিনী।যৌথ বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় জঙ্গিদের একটি ডেরার হদিশ মিলেছে। জঙ্গিদের ডেরা থেকে প্রচুর অস্ত্র মিলেছে। তিনটি গ্রেনেড ও অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। জঙ্গিদের ডেরার পাশে অনেক জঙ্গল ছিল। সেই সব এলাকাতেও ভারতীয় সেনা এবং স্পেশাল অপারেশন গ্রুপ তল্লাশি অভিযান চালায়।অভিযানের অংশ হিসাবে পুঞ্চ শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তায় চলাফেরা সমস্ত গাড়ি চেক করা হচ্ছে। এর আগে গত সোমবার পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করে কয়েকজন জঙ্গি। তাদের জবাব দেয় ভারতীয় সেনা। সেই অভিযানে নিহত হয় দুই জঙ্গি।

Loading