October 6, 2025

টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায় নিয়ে কিছু কথা

সোমালিয়া ওয়েব নিউজ: চলতি বছরের ৭ জুলাই জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় পা রাখলেন ৬০ বছরে অর্থাৎ এখন থেকে তিনি সিনিয়র সিটিজেনের খাতায় নাম লিখিয়েছেন। এমনটাই জানালেন এই অন্যতম জনপ্রিয় অভিনেতা। কিভাবে পালন করেন নিজের জন্মদিন? পরিবারের লোকেরা তাকে এই দিনটি কোনরকম কাজ করতে নিষেধ করেন। কিন্তু কাজের চাপ থাকায় প্রতিবছর তা সম্ভব হয়ে ওঠে না। জন্মদিনে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবন সম্পর্কে অনেক কিছুই তুলে ধরলেন খরাজ মুখোপাধ্যায়।সাক্ষাৎকারে তিনি আরো বলেন যে, তার বাবা কখনোই চাননি তিনি অভিনয় জগতে প্রবেশ করুক। কিন্তু বাবার অমতেই রেলের চাকরি ছেড়ে এই অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নিলেন খরাজ মুখোপাধ্যায় । তার বাবার কাছে অভিনয়ের বিষয়টি ছিল একেবারে অনিশ্চিত একটি পেশা। জীবনে শুরুতে তিনি রেলের চাকরির ফাঁকেই টুকটাক অভিনয় করতেন। অভিনয়ের কারণে তার সরকারি চাকরিতে নানারকম ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে। কোনভাবেই চাকরিতে নিজের মন বসাতে পারেননি এই অভিনেতা। নিজের মনের এই দোটানোর কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী প্রতিভা সবসময় তার পাশে ছিল। অভিনয় করার জন্য তাকে সবসময় সমর্থন করেছে তার স্ত্রী।

Loading