সোমালিয়া ওয়েব নিউজ: একটি অ্যাওয়ার্ড ওয়ার্ড শোতে মুখোমুখি হলেন জয়া বচ্চন এবং রেখা। সবাইকে যেন চমকে দিল এদের দুজনের উষ্ণতায় ভরা আলিঙ্গন। সমস্ত রকম বিবাদ-বিচ্ছেদ ভুলে গিয়ে এক হয়ে গেলেন তারা। শুধুমাত্র আলিঙ্গন নয় বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথোপকথন হলো, এই সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করলেন একজন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে ঝড় উঠে গেল সমস্ত নেট দুনিয়াতে।ভাইরাল হওয়া ভিডিয়োতে রেখাকে দেখা যায় একটি সোনালি রঙের শাড়ি পরে জয়ার দিকে হেঁটে আসছেন। তারা পরস্পরের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন এমন কি আশ্চর্য করা ঘটনা হলো এদিনের অ্যাওয়ার্ড শো তাঁরা একে অন্যের পাশাপাশি বসেই দেখেন। জয়া বচ্চনের পরনে ছিল গোলাপী রংয়ের শাড়ি । দুজনকে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করতেও দেখা যায়।
বলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় অমিতাভ এবং রেখার সম্পর্কের কাহিনী। আপনারা নিশ্চয়ই জয়া বচ্চন, অমিতাভ বচ্চন এবং রেখাকে একত্রে ‘সিলসিলা’ ছবিতে দেখেছেন (Jaya Bachchan and Rekha। যশ চোপড়ার পরিচালিত এই সিনেমাতে তিন অভিনেতা অভিনেত্রীকে একত্রে ফ্রেম শেয়ার করতে দেখা যায়। শোনা যায় সিনেমাটি অমিতাভ বচ্চনের নিজের জীবনের ওপর নির্ধারিত। বক্স অফিসে এই সিনেমাটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিকে। তারপর রেখা আর অমিতাভকে নিয়ে গুঞ্জন আরও জোরদার হয়। কিন্তু অমিতাভ এবং রেখাকে এই ছবির আর কোনোদিন স্ক্রীন শেয়ার করতে দেখা যায়নি।বহুদিন বাদে এমন মুহূর্ত দেখে অবাক হয়ে গেছেন গোটা নেট দুনিয়া। দুজনের উষ্ণতায় ভরা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছেন একজন ব্যক্তি অমিতাভের সঙ্গে রেখার সম্পর্কের কাহিনী শোনা গেলেও কখনো প্রকাশ্যে সেভাবে কিছুই আসেনি।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল