সোমালিয়া ওয়েব নিউজ: বলিউড থেকে টলিউড সবক্ষেত্রেই তিনি চর্চিত, যায় সুরেলা কণ্ঠে মুগ্ধ গোটা বিশ্ব তিনি আর কেউ নন অরিজিৎ সিং। বলিউডের গায়কের মধ্যে তিনি এখন সবার উপরে। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশেও তিনি সমানভাবে প্রশংসিত। এই দশকের সেরা গায়ক তিনি, খুব সহজেই তিনি দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। তার ঝুলিতে রয়েছে একের পর এক হিট গানের লিস্ট। তবে অরিজিৎ সিং এর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কেউ কি জানেন ?প্রথমেই তাহলে জেনে নেওয়া যাক এই সনামধন্য গায়কের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। অরিজিৎ সিং পড়াশোনা করেছেন মুর্শিদাবাদ -র রাজা বিজয় সিং হাই স্কুলে পড়াশোনা করেছেন অরিজিত্। তার কলেজ জীবন কেটেছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শ্রীপত সিং কলেজে। এই কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন খুব মেধাবী তবে পড়াশোনার থেকেও তার বেশি আগ্রহ ছিল গানের প্রতি।অরিজিৎ সিং এর পিতা-মাতা তার এই ইচ্ছাকে সম্মান দিয়েছিল। তিনি ছোট থেকে সংগীত চর্চায় মনোনিবেশ করেছিলেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন রাজেন্দ্র প্রসাদ হাজারির কাছে। এছাড়া তিনি ধীরেন্দ্র প্রসাদ হাজারীর কাছ থেকে তবলা বাজাতে এবং বীরেন্দ্র প্রসাদ হাজারীর কাছ থেকে রবীন্দ্র সঙ্গীত এবং পপ সঙ্গীত শিখতে শুরু করেছিলেন। তার পছন্দের তালিকা সবার প্রথমে ছিল গান, এর পাশাপাশি সাইকেল চালানো, ফটোগ্রাফি, আর বাংলা গল্প-উপন্যাসের প্রতি যথেষ্ট আগ্রহ ছিল অরিজিতের। তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অনেকেরই নানা কৌতুহল ছিল। তিনি মাত্র ১৮ বছর বয়েসে ‘ফেম গুরুকুল’ নামে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলেন, যদিও তিনি সফল হতে পারেননি। সেরা পাঁচে পৌঁছানোর আগেই প্রতিযোগিতা থেকে তিনি বাদ পড়ে যান। কিন্তু গানের প্রতি তার যে প্রেম সেটা ছিল অব্যাহত। আজ তিনি ভারতের প্রথম সারির গায়ক। ভারত ছাড়িয়ে বিদেশের বিভিন্ন জায়গায় তার অনুরাগীদের সংখ্যা প্রচুর। দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় তিনি লাইভ কনসার্ট করে থাকেন। সাফল্যের চাকরি ও তার সরলতাকে নষ্ট করতে পারেনি। একেবারেই সাদামাটা জীবন যাপন করেন তিনি। মুম্বইয়ের বিলাসিতাকে ছেড়ে মুর্শিদাবাদের একেবারে প্রত্যন্ত এলাকাতে তিনি থাকেন। নেই তার কোনরকম বড়লোকি চাল, একেবারে আম জনতার মধ্যে সাধারণ জীবন যাপন করেন নিজের পরিবারকে নিয়ে। অরিজিৎ সিং এর পোশাকেও নেই কোনো দামি ব্রান্ডের ট্যাগ, বরং সাধারণ পোশাকে একটি স্কুটার নিয়ে তিনি ঘুরে বেড়েন নিজের এলাকা দিয়ে। এমন একজন মানুষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সবারই মনে প্রশ্ন থাকবে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল