October 6, 2025

সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে ভুতুড়ে কান্ড!

সোমালিয়া ওয়েব নিউজ: বন্যপ্রাণ প্রেমীদের কাছে ভ্রমণের চেকলিস্টের একটি নাম অবশ্যই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক। মহারাষ্ট্রের এই জাতীয় উদ্যানে অসংখ্য পর্যটক ঘুরতে যান। কিন্তু, পার্ক থেকে ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করলেই গায়ে কাঁটা দেয় তাদের। অনেকে বলেন, এই ন্যাশনাল পার্ক হন্টেড। রাতের বেলা এমন সব হাড়হিম কাণ্ড ঘটে পর্যটকদের সঙ্গে, যা শুনলে রক্তজল হয়ে যাবে আপনারও।মহারাষ্ট্রের এই সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক থেকে ফেরার পথে অধিকাংশ দিনই পর্যটকদের গাড়ির সামনে এসে পড়েন এক অজ্ঞাত পরিচয় সুন্দরী মহিলা। অসহায় মহিলার কাতর আবেদন, তাঁকে যদি বাড়ি পর্যন্ত কেউ একটু লিফট দেন। কোনও পর্যটক লিফট দিতে অস্বীকার করলেই বিপত্তি। আচমকাই থেমে যায় তাঁদের গাড়ির চাকা। জ্যাম হয়ে যায় স্টিয়ারিং। কোনওভাবেই ওই পথে আর গাড়ি এগোয় না।
অাবার যে সহৃদয় ব্যক্তিরা এই মহিলাকে নিজের গাড়িতে লিফট দিয়েছেন, তাঁরাও ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। পিছনে কিংবা পাশের আসনে বসে থাকা মহিলার আচরণে অসংলগ্নতা ভয় ধরিয়েছে গাড়ি চালকদের। মাঝপথে অনেকেই তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিতে চেয়েও পারেননি। কোনও না কোনও বিপদে পড়েছেন তাঁরা।
চরম আতঙ্কের মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক থেকে ফেরা পর্যটকরা জানিয়েছেন, ওই মহিলা আদপে একটি ভূত। রাতে পর্যটকদের ভয় দেখাতেই বের হন। পর্যটকদের নিজেদের যুক্তিতে তাঁদের সঙ্গে হওয়া নানা অলৌকিক ক্রিয়াকলাপের কথা বর্ণানা করেছেন। যা শুনে অনেকেরই ধারণে, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক চত্বরটি আসলে হন্টেড। অনেকেই জানিয়েছেন, স্বচক্ষে ভূত দেখেছেন তাঁরা।

Loading