October 5, 2025

লন্ডনের আইকনিক বিগ বেন নিয়ে এখনও কৌতুহলী লন্ডনবাসী

সোমালিয়া ওয়েব নিউজ: ৯৬ মিটার দীর্ঘ টাওয়ার, ব্রিটেনের বিগ বেন প্রত্যক্ষ করার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন। কিন্তু, তা কি কোনওভাবে বেঁকে যাচ্ছে বা হেলে যাচ্ছে? খালি চোখে দেখল কি কোনও ত্রুটি চোখে পড়বে?অবাক করার মতো তথ্য হলেও এটাই সত্যি। লন্ডনের বিগ বেন যে ঝুঁকে যাচ্ছে তা খালি চোখে দেখে বোঝার উপায় নেই। কিন্তু, জানা যাচ্ছে, উত্তর পশ্চিম দিকে ০.২৬ ডিগ্রি ঝুঁকেছে বিগ বেন। ২০০৩ সাল থেকে এখনও পর্যন্ত সেই বাঁক একেবারেই যৎসামান্য বেড়েছে।২০১২ সালে বিগ বেনের ঝুঁকে পড়ার খবর সামনে এসেছিল সেই দেশের সংবাদ মাধ্যম মারফত। একটি সার্ভে রিপোর্টকে সামনে রেখে বিগ বেনের সংস্কার নিয়ে জোর চর্চা হয়। সেই সময়ই তা সংস্কারে এক বিলিয়ন পাউন্ড খরচ হতে পারে বলে মনে করা হচ্ছিল। শুধু তাই নয়, রাশিয়া বা চিনের সংস্থা তা ৫০০ মিলিয়ন পাউন্ডে করার প্রস্তাব দিয়েছিল বলে সূত্রের খবর।উল্লেখ্য, বিগ বেন কে অনেকে লন্ডন বেল নামেও চেনেন। এতে ৩৩৪টি সিঁড়ি রয়েছে। ১৯৭৬ সালে ২৬ দিনের জন্য বিগ বেন বন্ধ রাখা হয়েছিল। এছাড়াও ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্তও বিগ বেন সাময়িকভাবে বন্ধ ছিল। বছর শুরুর সঙ্গে বিগ বেন জড়িত, জড়িয়ে রয়েছে বহু মানুষের আবেগও। কয়েক বছর আগে সংস্কার কাজ চালানো হয়েছিল বিগ বেনের। এই ঘণ্টাটি নির্মাণের জন্য ১৩ বছর সময় ব্যয় করতে হয়েছিল বলে জানা গিয়েছে।লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় সাংসদ ভবনের উত্তর অংশে এই ক্লক টাওয়ারটি অবস্থান করে। এটিই বিশ্বের সবথেকে বেশি শব্দে বাজা ঘড়ি এবং এর ওজন ৫.০৮ টন বলে জানা যায়। তবে শুধু বিগ বেন নয়, বিশ্বের একাধিক নির্মাণ কিছুটা ঝুঁকে গেলেও আজও তা মানুষের অন্যতম আশ্চর্য সৃষ্টি। এর মধ্যে রয়েছে চিনের টাইগার হিল প্যাগোডা।

Loading