সোমালিয়া ওয়েব নিউজ: চলতি বছরের উদ্বোধন হয়েছে আগরতলা–আখাউড়া রেল সংযোগের। উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের দ্বারা সকাল ১১ টায় আগরতলা – আখাউড়া ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্প এবং খুলনা – মংলা বন্দর রেললাইন প্রকল্পের উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় রেলমন্ত্রী, রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন, এমনকি IRCON-এর সিএমডি ভার্চুয়াল মোডে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।দুই দেশের প্রধানমন্ত্রী ১লা নভেম্বর এই প্রকল্পের উদ্বোধন হলেও প্রকল্পটি কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। বাংলাদেশে যে রেললাইনটি রয়েছে তার উদ্বোধন করা হয় সেই দিন কিন্তু ভারতের দিকে এখনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি। নতুন এই রেললাইন সংযোজন (India Bangladesh New Train) এর আসল কারণ কি জানেন? ত্রিপুরা থেকে বাংলাদেশের মধ্যে নির্মাণাধীন রেললাইনের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য ও পর্যটন বাড়ানো এবং পাশাপাশি ঢাকার মাধ্যমে আগরতলা এবং কলকাতার মধ্যে যাতায়াতের সময় হ্রাস করা। এই প্রকল্পের ভিত্তি স্থাপন হয়েছিল ২০১৬ সালে।ভারত-বাংলাদেশের (India Bangladesh New Train) মধ্যে এই নতুন রেল সংযোগের লাইনের ফলে ঢাকা হয়ে আগরতলা এবং কলকাতার মধ্যে যাত্রার সময় ৩১ ঘন্টা থেকে ১০ ঘন্টায় কমিয়ে আনা যাবে। দুই দেশের মধ্যে তৈরি নতুন এই প্রকল্পটির কাজ ২০২০ সালের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তা কোনভাবেই বাস্তবায়িত হতে পারেনি। বিশেষ এই প্রকল্পটির ১৫ কিমি সংযোগের মধ্যে ৫.০৫ কিমি ভারতে ও বাকি ১০.০১৪ কিমি বাংলাদেশে রয়েছে।ভারতের “অ্যাক্ট ইস্ট পলিসি” এর অন্তর্গত হল আগরতলা – আখাউড়া ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্পটি। নতুন এই রেল সংযোগ লাইনের ফলে বাংলাদেশের আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনকে নিশ্চিন্তপুরের আন্তর্জাতিক স্টেশনের মাধ্যমে আগরতলার সঙ্গে যুক্ত করা হবে। আন্তর্জাতিক স্টেশনটির দ্বারা যাত্রী ও পণ্য বিনিময় উভয় কাজে সাহায্য হবে এবং এটি ডুয়েল গেজ স্টেশন হিসাবে কাজ করবে। দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করতে লাইনটির অবদান অনেক।
More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা