সোমালিয়া ওয়েব নিউজ: ভারতে যে সকল নেতা নেত্রী রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন নির্মলা সীতারামন দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। এর আগেও তিনি ২০১৪ সাল থেকেই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি দায়িত্বে থাকা অবস্থায় নানান বিষয় নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে। তবে এসবের পরেও টানা পাঁচ বছর ধরে তিনি ফোর্বস তালিকায় জায়গা করে আসছেন।২০১৯ সাল থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন ফোর্বস তালিকায় রয়েছেন। গত চারবারের মতো এই বছরও যখন এই তালিকা প্রকাশ করা হয় তখন দেখা যায় তিনি আগের মতই রয়েছেন তালিকায়। সম্প্রতি ২০২৩ সালের ফোর্বস তালিকা প্রকাশ করার পর নির্মলা সীতারামনের নাম দেখা যায় আগের মতই। তিনি মূলত বিশ্বের প্রভাবশালী মহিলাদের নিরিখে এই তালিকায় রয়েছেন। সম্প্রতি যে ১০০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় তিনি রয়েছেন ৩২ নম্বর স্থানে।নির্মলা সীতারামন ছাড়াও এই তালিকায় আরও তিনজন ভারতীয় মহিলা জায়গা পেয়েছেন। যারা জায়গা পেয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং প্রভাবশালী হওয়ার কারণেই এমন জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। নির্মলা সীতারামন ছাড়াও বাকিরা হলেন, এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার মালহোত্রা, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারপারসন সোমা মণ্ডল এবং বায়োকন প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ। প্রত্যেকেই এই তালিকায় জায়গা পেয়েছেন মূলত আর্থিক সম্পদ, প্রভাব, ইনফ্লুয়েন্স, মিডিয়া এসবের ভিত্তিতে।নির্মলা সীতারামন সম্পর্কে দেশের প্রতিটি মানুষই জানেন। কেন্দ্র সরকারের শাসক দল বিজেপির তিনি একজন গুরুত্বপূর্ণ রাজনীতিক। অন্যদিকে এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার মালহোত্রা hcl এর প্রতিষ্ঠাতা এবং শিল্পপতি শিব নাদারের মেয়ে। ২০২০ সালে বাবার মৃত্যুর পর তিনি এইচসিএল টেকনোলজির সিইও পদে বসেন। এর পরই তিনি হয়ে ওঠেন ভারতের অন্যতম প্রভাবশালী একজন মহিলা।সোমা মন্ডল হলেন স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারপারসন। ২০২১ সালে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তার হাতে দায়িত্ব আসার পর লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার মুনাফা। দায়িত্ব পাওয়ার পরই সংস্থার মুনাফা বেড়েছিল তিনগুণ। ফোর্বসের তালিকায় জায়গা পাওয়া কিরণ মজুমদার শ ভারতের অন্যতম ধনী একজন মহিলা। ১৯৭৮ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বায়োফার্মাসিউটিক্যাল ফার্ম বায়োকন।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর