সোমালিয়া ওয়েব নিউজ: ঠাকুর পরিবারের সঙ্গে কাবুলিওয়ালার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার জন্য নয়। এছাড়াও রয়েছে আরও একটি বিশেষ কারণ। সুমন ঘোষ পরিচালিত কাবুলিওয়ার ট্রেলার দেখে প্রশংসায় একেবারে পঞ্চমুখ সিনিয়র স্টার শর্মিলা ঠাকুর। আগামী ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে সুমন ঘোষের নতুন ছবি। সমাজমাধ্যমেই একটি ভিডিয়োতে জানিয়েছেন, ছবি বিশ্বাসের কাবুলিওয়ালার সঙ্গে ঠাকুর পরিবারের যোগটা কোথায়?ক্রিসমাসে সিনেপ্রেমীদের জন্য দারুণ উপহার নিয়ে আসছেন পরিচালক সুমন ঘোষ। সৌজন্যে কাবুলিওয়ালা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ডান্স গুরু মিঠুন চক্রবর্তী আর মিনির চরিত্রে রয়েছে মিঠাই খ্যাত মিষ্টি ওরফে অনুমেঘা কাহালি। সিনেমার ট্রেলার রীতিমতো সাড়া ফেলেছে দর্শকমহলে। সিনে সমালোচকদের মতে, ‘রহমত আলি’ ছবি বিশ্বাসের জুতোয় পা গলিয়ে সফল মহাগুরু মিঠুন। ছোট্ট অনুমেঘার সাবলীল অভিনয় তাক লাগিয়ে দিয়েছে সকলকে। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই দেখে ফেলেছেন ঠাকুর পরিবারের মেয়ে কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সুমন ঘোষের নতুন ছবি কাবুলিওয়ালা নিয়ে আশাবাদী তিনি। এই ছবির সাফল্য কামনার পাশাপাশি একটি সিক্রেটও শেয়ার করেছেন অভিনেত্রী। ঠাকুর পরিবারের সঙ্গে কাবুলিওয়ালার একটি বিশেষ যোগ রয়েছে। না, রবি ঠাকুরের ছোট গল্প নয়। বরং মিনির চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলার বোন টিঙ্কু ঠাকুর।
শর্মিলা বলেন, ‘ট্রেলার দেখে ভীষণ ভালো লাগল। মিঠুনের পারফরম্যান্স তো বরাবরের মতোই দারুণ। সনেমার ফ্রেম, ল্যান্ডস্কেপ, মিউজিক সবটাই দুর্দান্ত। আমি এই ছবিটা দেখার অপেক্ষায় রয়েছি। পুরনো কাবুলিয়ালা যেখানে ছবি বিশ্বাস অভিনয় করেছিলেন আর মিনির চরিত্রে ছিল আমার বোন টিঙ্কু। ও তো তখন ছিল বাংলা ছবির হার্টথ্রব। আমার মনে হয় সুমন এই ছবিটাকে আজকের দিনের দর্শকের কথা ভেবেই তৈরি করেছে। টেকনিক্যালি অনেকটাই উন্নত হবে।’শর্মিলার পাশাপাশি কাবুলিওয়ার ট্রেলার দেখে দারুণ খুশি বলিউডের সিনিয়র পরিচালক মহেশ ভাট। ‘কাবুলিওয়ালা তুমি কোথায় যাচ্ছ?’এই লাইনটা মন ছুঁয়েছে তাঁর। ছবি দেখার ইচ্ছেপ্রকাশও করেছেন তিনি। কাবুলিওয়ালার ট্রেলারে রহমতের চরিত্রে মিঠুনের প্রসংশা করছেন দর্শক থেকে সমালোচক। ছোট্ট মিনির চরিত্রে শিশুশিল্পী অনুমেঘার তুখোড় অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক