সোমালিয়া ওয়েব নিউজ:পাইলট ঠিক বুঝে উঠতে পারেননি। যার ফলে একটি যাত্রীবোঝাই বিমান সোজা নামল নদীতে। অবশ্য পাইলটের ভুল হওয়াটা অস্বাভাবিকও ছিলনা।বিমানটি সাধারণ যে যাত্রীবাহী বিমান সকলে দেখে থাকেন তেমনটা নয়। তার চেয়ে ছোট। ৩০ জন যাত্রী ছিলেন বিমানে। আর ছিলেন পাইলটকে নিয়ে ৪ জন বিমানকর্মী। রাশিয়ার এই বিমানটি পোলার এয়ারলাইন্স সংস্থার। মডেল অ্যান্টোনভ-২৪। পোলার বিমান সংস্থার বিমানটি বরফের রাজ্যেই উড়ে যাচ্ছিল।
ইয়াকুটিয়া এলাকার জাইরিয়াঙ্কা বিমানবন্দরে নামার কথা ছিল বিমানটির। সেইমত পাইলট প্রস্তুতি নেন। কিন্তু সমস্যা হয় সাদা রং। গোটা এলাকা পুরু সাদা বরফের চাদরে ঢাকা থাকায় আলাদা করে বিমানবন্দর বোঝা সম্ভব হচ্ছিল না। রানওয়ে তো দেখাই যাচ্ছিল না। এদিকে বিমানবন্দরের কাছ দিয়েই বয়ে গেছে কোলিমা নদী।রাশিয়ার এই কোলিমা নদীও বরফের চাদরে ঢাকা। জল নেই। সবই বরফ হয়ে গেছে। পুরু বরফের চাদরের কত তলায় জল রয়েছে তা অজানা। আর সেটাই সবচেয়ে ঝুঁকির।কারণ উপর থেকে সাদা বরফ দেখা গেলেও যদি বরফের চাদর তেমন পুরু না হয় তাহলে কোনও অতি ভারী বস্তুর চাপে বরফে চিড় ধরতে পারে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু