October 5, 2025

ট্রেন সফর করার সময় মোবাইল চার্জ দিয়ে থাকেন , সাবধান হয়ে যান!

সোমালিয়া ওয়েব নিউজ: আপনি কি জানেন যে, আপনি ট্রেনে যেকোনো সময়ে আপনার ফোন চার্জ করতে পারেন না! যেটি অনেকেই জানেন না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীরা নির্দিষ্ট কিছু সময়ের জন্য মোবাইলে বা ল্যাপটপে চার্জ করতে পারেন না। তাই, আপনিও যদি নিয়মিত ট্রেনে সফর করেন সেক্ষেত্রে এই নিয়ম আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে। ভারতীয় রেল যাত্রীদের রাত ১১ টা থেকে ভোর ৫ টার মধ্যে ট্রেনে স্মার্টফোন বা ল্যাপটপ চার্জ করতে নিষেধ করে। মূলত, ট্রেনে যেকোনো ধরণের দুর্ঘটনা এড়াতেই এই নিয়ম জারি করা হয়েছে। অনেক সময় দেখা যায় যে, যাত্রীরা তাঁদের ফোন চার্জে রেখে দিয়ে দীর্ঘক্ষণ অন্যত্র চলে যান বা ভুলে যান। পাশাপাশি, কেউ যদি রাতে ল্যাপটপ চার্জে রেখে ঘুমিয়ে যান সেক্ষেত্রে এটি শর্ট সার্কিটের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে, রেল তার যাত্রীদের রাতে ফোন চার্জ করা থেকে বারণ করে। রেলের তরফে এই নিয়ম যে নতুন চালু করা হয়েছে এমনটা কিন্তু নয়। বরং, মাঝেমধ্যেই রেল এই বিষয়ে নির্দেশ জারি করে চলেছে। ২০১৪ সালে, রেলওয়ে বোর্ড ট্রেনে অগ্নি দুর্ঘটনা রোধে এই নির্দেশ দিয়েছিল। এরপরে, ২০২১ সালেও, রেল প্রতিটি জোনের জন্য এই আদেশ জারি করেছিল। কিন্তু তথ্যের অভাবে অধিকাংশ যাত্রীই এই নিয়ম সম্পর্কে অবগত নন। উল্লেখ্য যে, অনেক সময় ভোল্টেজ খুব কম হওয়ার কারণে ট্রেনে ল্যাপটপ চার্জ করার বিষয়টি ঝুঁকির হয়ে যায়। কারণ কম ভোল্টেজের ক্ষেত্রে ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে। সেই সঙ্গে ট্রেনে হাই ভোল্টেজের ইলেকট্রনিক জিনিস চার্জ করা হলে শর্ট সার্কিট ও আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়। যার কারণে বহু যাত্রী জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

Loading