October 6, 2025

২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ দফতর

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য লোকসভা ভোটের আগেই বাজেটে একের পর এক জনমোহিনী ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এর মধ্যে রয়েছে কর্মসংস্থানের প্রতিশ্রুতি থেকে ভাতাবৃদ্ধির ঘোষণা। বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করছেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
• সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশের ভাতা আরও হাজার টাকা বৃদ্ধি করা হল। রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হল । পাশাপাশি যাঁরা অবসরকালীন ২ থেকে ৩ লাখ টাকা পাওয়ার যোগ্য তাঁদের অবসরকালীন সুবিধা ৫ লাখ করা হচ্ছে। এই খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ।

কনট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডি-এর টাকা যথাক্রমে ৩০০০ টাকা এবং ৩৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা। এর জন্য বরাদ্দ ২৯৯ কোটি টাকা।
বর্ধমান আরামবাগ রাস্তায় কৃষক সেতু– সমান্তরাল একটি চার লেন বিশিষ্ট নতুন সেতু স্থাপন হবে। এর ফলে স্থানীয় মানুষ উপকৃত হবেন।
কৃষিতে ২ হাজার ফার্ম মেশিনারি হাব– ৩০ লাখ কৃষক উপকৃত হবেন: চন্দ্রিমা ভট্টাচার্য
দ্বাদশের জায়গায় একাদশেই স্মার্ট ফোন উপহার পড়ুয়াদের। ১০০ দিনের বকেয়া মেটাতে ৩৭০০ কোটি টাকা বরাদ্দ।
যুবদের নতুন প্রকল্প– এবার থেকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের পড়ুয়ারা যাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছর তাঁদের শিল্প সংস্থাতে ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হবে। ১৫০০ থেকে ২৫০০ পর্যন্ত স্টাইপেন্ড পাবেন তাঁরা।
সমুদ্র সাথী নামক নতুন প্রকল্প – উত্তর-দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর তিনটি জেলার নথিভুক্ত মৎস্যজীবীদের জন্য ৫ হাজার টাকা পাবেন দুই মাস। দুই লাখ মৎস্যজীবী উপকৃত হবে। ২০০ কোটি বরাদ্দ রাজ্যের।
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান ২ কোটি ১১ লাখ মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সাহায্য।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জনজাতি, তফশিলি মহিলাদের জন্য মাসিক ১২০০ টাকা ও অন্যান্যদের ১০০০ টাকা করা হল। এই বর্ধিত সহায়তা এপ্রিল ২০২৪ সালে থেকে পাবেন।
সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশের ভাতা ১ হাজার টাকা বাড়ানোর ঘোষণা
চা বাগানের ২ হাজার ৫০০ একরের বেশি অব্যবহৃত জমি প্রায় ২৩ হাজার চা শ্রমিককে বাস্তু -পাট্টা দেওয়া হবে।
সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী
কন্যাশ্রীর টাকা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হল
১ ফেব্রুয়ারি থেকে ৩৪ লাখ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, রূপশ্রী , কন্যাশ্রী এবং বিধবা ভাতা দেবে রাজ্য।
১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ২১ লাখ জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পাশাপাশি আবাস যোজনার ক্ষেত্রেও বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আভাস।জমি বা বাড়ির রেজিস্ট্রেশনে স্ট্যাম্প ডিউটির উপর ২ শতাংশ ছাড়ের মেয়াদ ৩০ জুন পর্যন্ত আগেই বাড়িয়েছে রাজ্য।

Loading