সোমালিয়া ওয়েব নিউজ: ভ্যালেন্টাইনস সপ্তাহর অংশ হিসাবে ১১ ফেব্রুয়ারি দিনটি প্রতিশ্রুতি দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটি প্রেমিক-প্রেমিকার মধ্যে প্রতিশ্রুতি দেওয়া-নেওয়ার দিন। আর এরপরই সামনেই রয়েছে ১৪ ফেব্রুয়ারি, যে দিনটিকে ভ্যালেন্টাইনস ডে হিসাবে উদযাপন করা হয়ে থাকে। আবার ২০২৪ সালের অন্যতম চমক হিসাবে এই একই দিনে পড়েছে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী। এতদিন সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর দিনটিকেই বাঙালির ভ্যালেন্টাইনস ডে বলা হত। আর এবার ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-র দিনই সরস্বতী পুজো। এই দিনের সঙ্গে বহু বাঙালিরই ছোটবেলার মিষ্টি প্রেমের স্মৃতি জড়িয়ে রয়েছে। কৈশোরে এই সরস্বতী পুজোর দিন কোনও মেয়ে বা ছেলেকে একঝলক দেখেই ভালো লেগে গিয়েছে, এমন ঘটনা বহু বাঙালির জীবনেই রয়েছে। এই সরস্বতী পুজোর দিন প্রেমে পড়া নিয়ে এমনই কিছু কথা উঠে এসেছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কলমে। রাহুল তাঁর ফেসবুকের পাতায় Promiseday নিয়ে… নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে লিখেছেন, ‘বাসন্তী হাওয়ায় চুল উড়িয়ে সরস্বতী পুজোর দিন অনভ্যস্ত হাতের কুচি সামলানো দেখে হৃদয়ে গ্রিটিংস কার্ড আঁকা হয়ে যায়নি এমন বেয়াদপ প্রজন্ম বোধ হয় নেই। আর যেখানেই ভালবাসা উচ্চারিত হবে, যে শব্দগুলো নিরুচ্চারিত শিশিরের মতো ঝরে পড়বে, তাদের গায়ে প্রতিশ্রুতির গন্ধ লাগা। তা সেই প্রজন্ম প্রমিস ডে জানুক বা না-জানুক, মঙ্গলবার সন্ধে ছ’টার সময় ফোনের পাশে থাকবে কথা দাও, থেকে তুমি আর সিগারেট খেয়ো না লক্ষীটি, কত শত ছোটখাটো প্রতিশ্রুতির গায়ে লেগে থাকত একটা বড় জীবনের স্বপ্ন।’
এক নেটিজেন লিখেছেন, ‘ভীষণ মন ছুঁয়ে যাওয়া লেখা’, আরও এক নেটিজেন লিখেছেন ‘ছোটোখাটো প্রতিশ্রুতির গায়ে লেগে থাকত একটা বড় জীবনের স্বপ্ন ‘–কি দারুণ বিশ্লেষণ! কারোর মন্তব্য, ‘আহা, এই লেখা কত সুন্দর মিষ্টি স্মৃতি মনে করিয়ে দিল …. কি চমত্কার লেখা’। এদিকে ব্যক্তিগত জীবনে রাহুলেরও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর পুরনো প্রেম ও সংসার জোড়া লেগেছে। ছেলে সহজই রাহুল-প্রিয়াঙ্কার জীবনে সবকিছু সহজ করে দিয়েছে। রাহুলের লেখাটার উপর মন ছুয়ে গিয়েছে নাগরিকদের মধ্যে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল