সোমালিয়া ওয়েব নিউজ: ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার অভিনেতা মিঠুন চক্রবর্তীর শারীরিক সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট খতিয়ে দেখেই এই ছুটির সিদ্ধান্তে নিয়েছেন চিকিৎসকরা। মহাগুরুর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পরীক্ষায় মস্তিষ্কে কোনও ক্লট পাওয়া যায়নি। বাকি পরীক্ষার রিপোর্টও সব ঠিক রয়েছে। আপাতত উদ্বেগের কোনও কারণ দেখছেন না চিকিৎসকরা।আর তাই সোমবারই মহাগুরুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁদের তরফে। মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে ফোন করে কথাও বলেছেন মোদী বলে জানা গিয়েছে। অন্যদিকে, মহাগুরুকে রবিবার হাসপাতালে দেখতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় তার। মিঠুনের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি। ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবরের পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। চলচ্চিত্র জগতের পাশাপাশি মিঠুন চক্রবর্তী বর্তমানে বিজেপি দলের সঙ্গেও যুক্ত। তাঁর সুস্থতা কামনায় এদিন হাসপাতালে ছুটে যান অনেকেই। এর আগে অভিনেতা সোহম চক্রবর্তী, দেব, রাজ চক্রবর্তীররা হাসপাতালে দেখা করতে যান মিঠুন চক্রবর্তীর সঙ্গে। তথাকথিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক । টলি পাড়ার একাধিক তারকা ছুটে গিয়েছেন হাসপাতালে। ‘ডিস্কো ড্যান্সার’কে দেখে আসার কারণে গতকাল থেকেই হাসপাতালে হাজির হয়েছেন একের পর এক তারকারা। ‘শাস্ত্রী’ ছবিতে বহুবছর পর পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় । ছবিটির প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর মতো অভিনেতাদের। বিজ্ঞান-অপবিজ্ঞানের দ্বন্দ্বই উঠে আসছে এই সিনেমার মূল গল্পে । তারই জোরদার শুটিং চলছিল কলকাতায় ৷ সেই শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান এই অভিনেতা । সোমবার হাসপাতাল থেকে বেরনোর সময়ে পাশেই দেখা গেল ছেলে মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তীকে।
More Stories
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না
অভিনেতা পাহাড়ি সান্যাল