December 1, 2025

লোকসভার আগেই আরামবাগে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

সোমালিয়া ওয়েব নিউজ: সোমবার আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই প্রশাসনিক একটি বৈঠক করবেন তিনি। বেলা ১টা নাগাদ মুখ্যমন্ত্রী সভামঞ্চে উঠবেন। রবিবার থেকেই তাই জোরকদমে কাজ চলছে। আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকল্পের উদ্বোধন, শিল্যানাসের পাশাপাশি, এদিনের সভা ঘিরে জোরালো হচ্ছে আরামবাগ জেলার দাবি।
আরামবাগবাসীর দীর্ঘদিনের দাবি আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হোক আরামবাগকে। ২০২১ সালে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অনেকেই ভেবেছিলেন তাঁদের ভাগ্যের শিকে ছিঁড়বে। কিন্তু ২০২২ সালের ২ অগাস্ট মুখ্যমন্ত্রী সাতটি নতুন জেলার নাম ঘোষণা করলেও সেখানে আরামবাগের নাম ছিল না। ফলে লোকসভা নির্বাচনের আগে ফের আশায় বুক বাঁধছেন আরামবাগ বাসী। আরামবাগবাসীর দাবি, আরামবাগের মধ্যে এমন কিছু সরকারি কার্যালয় রয়েছে যেখানে প্রায় সিংহভাগ সরকারি কাজ সম্পন্ন হয়। ফলে অন্যত্র যাওয়ার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, আরামবাগ শহরের ভিতর দিয়েই গিয়েছে বড় রাস্তা। যার মাধ্যমে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও বর্ধমানের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করা যায়।
একাংশ জানিয়েছে, হুগলি জেলার সদর শহর চুঁচুড়া। আরামবাগ মহকুমা বা আরামবাগ শহর থেকে প্রায় চার ঘণ্টার দূরত্ব। ফলে অনেকের দাবি, সরকারি কাজের প্রয়োজনে দীর্ঘ রাস্তা অতিক্রম করতে হয়। সেকারণে তাঁদের দাবি অবিলম্বে আরামবাগ জেলা ঘোষণা করা হোক। কারণ সেক্ষেত্রে সদর শহর হিসেবে আরামবাগ পরিচিতি পাবে। এবং সাধারণ মানুষের কাজের সুবিধা হবে। মুখ্যমন্ত্রী আসার আগে রবিবার সভাস্থল ঘুরে দেখেন রাজ্য পুলিশের এডিজি পশ্চিমাঞ্চল ত্রিপুরারি অথর্ব, হুগলি গ্রামীণ এসপি কামনাশিস সেন, অ্যাডিশনাল এসপি কৃশানু রায়, আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং ছাড়াও মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, সাংসদ অপরূপা পোদ্দার, বিধায়ক অসীমা পাত্র, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী সহ অন্যান্য পদাধিকারীরা। আরামবাগের পল্লিশ্রিতে একটি স্থায়ী হেলিপ্যাড আছে। কিন্তু প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সুবিধার জন্য সভামঞ্চের পাশেই আরও একটি হেলিপ্যাড করা হয়েছে। প্রশাসনিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৬২টি প্রকল্পের কিছু উপভোক্তাদের কিছু সামগ্রী তুলে দেবেন। এর পাশাপাশি জেলায় বেশ কিছু প্রকল্পের কাজ হয়েছে। তিনি এই সভামঞ্চ থেকে তা উদ্বোধন করবেন।’ বিভিন্ন স্কুলের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাব দেওয়ার পাশাপাশি একগুচ্ছ সরকারি পরিষেবা দেওয়া হবে বলে স্নেহাশিস জানান। এই সভায় হাইস্কুলের পড়ুয়াদের আনা হবে। সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা এর ঠিকঠাক পাচ্ছে কি না তা মুখ্যমন্ত্রী জানবেন এদের মুখ থেকেই। পাশাপাশি এদের হাতে কিছু সামগ্রীও তুলে দেবেন মাননীয়া মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের আগে আরামবাগের মন জয় করতে আলাদা জেলার ঘোষণা করেন কিনা সেটার আশায় বুক বেঁধে আছেন আরামবাগ বাসী।

Loading