সোমালিয়া ওয়েব নিউজ : ১৯৮৮ সালে পাকিস্তানের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রয়াত বেনজির ভুট্টো। বেনজির অবশ্য শুধু পাকিস্তান নয়, গোটা মুসলিম বিশ্বেরই প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে দেখা যায়নি আরও কোনও নারীকে। তিন যুগ আগে একজন নারীকে পেলেও মুখ্যমন্ত্রী হিসেবে পাকিস্তানে এখনও কোনও নারীর দেখা মেলেনি। দেশটির ষোড়শ জাতীয় নির্বাচন ঘিরে নানা নাটকীয়তার পর অবশেষে একজন নারী মুখ্যমন্ত্রী পেতে যাচ্ছে দেশটি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফ। জোট গঠনের টানাপোড়েনের ইতি টেনে মঙ্গলবার মাঝরাতে সমোঝোতায় আসে সে দেশের প্রধান দুই দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। সিদ্ধান্তের পর বুধবার বৈঠকে পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়মকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করা হয়। মনোনয়ন পেয়ে ওই দিনই ভাষণ দেন মরিয়ম। লাহোরের বক্তৃতায় পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশের পাশাপাশি দেশের গরিব-দুঃখীদের জন্য এক লক্ষ ঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেবেন মরিয়ম। মরিয়মই হবেন পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। পাঞ্জাব প্রদেশের জনসংখ্যা প্রায় ১২ কোটি ৭০ লক্ষ। যাঁদের দায়িত্ব কাঁধে নিতে যাচ্ছেন তিনি। লাহোরে ভাষণে মরিয়ম তাঁর দলের পক্ষে ভোট দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর নেতৃত্বে পাঞ্জাব প্রদেশে নতুন যুগের সূচনা হবে বলেও আশাবাদী নওয়াজ কন্যা। পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন ইতিমধ্যে। তাতে বলেছেন, সরকার ও দলীয় পর্যায়ে কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে সে বিষয়ে তার দল ইতিমধ্যেই একটি রূপরেখা তৈরি করেছে। এদিকে শুক্রবার সকাল ১০টায় পাঞ্জাব বিধানসভার অধিবেশন ডাকা হয়েছে। পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। এই সময় ১৮তম পাঞ্জাব অ্যাসেম্বলির নবনির্বাচিত সদস্যরা প্রাদেশিক আইনসভার উদ্বোধনী অধিবেশনে শপথ নেবেন। অধিবেশনে প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন আইনসভার সদস্য। রাজনীতিতে প্রবেশের আগে শরিফ পরিবারের জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন মরিয়ম। শরিফ ট্রাস্ট, শরিফ মেডিকেল সিটি ও শরিফ এডুকেশন ইনস্টিটিউটসের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন নওয়াজ শরিফের এই মেয়ে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু