December 1, 2025

রাজর্ষি দে-র নতুন ছবি ‘সাদা রঙের পৃথিবী’ অভিনয়ের দিক থেকে শ্রাবন্তী চমকপ্রদ!

সোমালিয়া ওয়েব নিউজ : রাজর্ষি দে-র নতুন ছবি ‘সাদা রঙের পৃথিবী’-তে বাঙালি অসহায় বিধবাদের তেমনই এক মুক্তি ভবনকে ঘিরে স্বর্গবাস নয়, নিশ্চিত নরকবাসের এক অমানবিক, নারকীয় কাহিনির চিত্ররূপ দিয়েছেন। কথায় আছে কাশীতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলে নাকি স্বর্গ লাভ হয়! সেখানকার গঙ্গার জল মাথায় ঠেকালেই নিমেষে দূর হয় সমস্ত পাপ। কিন্তু সেই গঙ্গার পাড়েই বিধবাদের নিয়ে চলতে থাকে কুচক্র। সমাজে তাঁরা ‘বাড়তি’ বলে অনায়াসে তাঁদের ছেঁটে ফেলা যায়। কাশীর ‘মুক্তি ভবনে’ বেশ কিছু অসহায় বিধবাদের বাস। এখানে সাধুর বেশে অসাধু কাজ করেন কুরুনানন্দ (অরিন্দম শীল)। এছাড়াও আছে সুরমা ও পরমা নামের দুই জমজ বোন শিবানী ও ভবানী (শ্রাবন্তী)। তাঁরাও এই চক্রের সঙ্গেই জড়িত। একদিন এখানে এসে পড়ে বিধবার বেশে এক পুলিশ অফিসার। সে কি ‘মুক্তি ভবন’-এর অসহায় বিধবাদের এই নরকীয় জীবন থেকে মুক্তি দিতে পারবে? ব্যবসায়িক লাভের দিক থেকে এটি হাই স্কোর পাবে। তার একমাত্র কারণ স্টারকাস্ট! টালিগঞ্জের বড় তারকা শ্রাবন্তী, সৌরসেনী মৈত্র, অরিন্দম শীল, ঋতব্রত মুখোপাধ্যায়, দেবলীনা কুমার সহ আরও বহু চেনা মুখ ছবিটিতে ভিড় করে আছে। তবে শুধু কি স্টারকাস্ট দিয়ে ভালো সিনেমা তৈরি হয়? পাল্লা দিতে গেলে থাকতে হয় দারুণ চিত্রনাট্য ও নির্দেশনাও। সেখানেই ছন্দপতন ঘটেছে রাজর্ষি দে-র। ছবিতে ওঁর ক্যামিও দেখে বোঝা যায় ‘অভিনেতা রাজর্ষি’ পরিচালক রাজর্ষির চেয়ে অনেক ঢের সাবলীল। ব্যাকগ্রাউন্ড স্কোর কিছু জায়গায় বেশ ভালো, আবার কিছু জায়গায় যেন মান পড়ে যায়। অভিনয়ের দিক থেকে শ্রাবন্তী চমকপ্রদ। শিবানী ও ভবানী দুটি চরিত্রের গ্রাফ দুরকম হওয়ায়, সেটা দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। ঋতব্রত ও সৌরসেনীর জুটিকে এর আগে ‘জেনারেশন আমি’-তে দর্শকের পছন্দ হয়েছিল। ঠিক তেমনই সাদা রঙের পৃথিবীর একমাত্র ভালো লাগার মতো জায়গা এই দুজনের খুনসুটি।নির্দেশনা ও সিনেমাটোগ্রাফিতে খাপছাড়া ভাবের জন্য সিনেমার দেখার মাঝে মনঃসংযোগের অভাব ঘটে। চিত্রনাট্যেও বেশ কিছু জায়গায় লজিক্যাল সমস্যা থাকায় সেই খামতি চোখে লাগে। রাজর্ষির চিত্রনাট্যে এসেছে এই কুচক্রকে ভাঙার জন্য ছদ্মবেশী পুলিশের কর্তা, সাংবাদিক। সত্যি বিচারে দর্শকদের কাছে একটা সাড়া পাওয়া গেছে।

Loading