সোমালিয়া ওয়েব নিউজ : লোকসভা ভোটে প্রার্থী হতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, আগামী ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভামঞ্চ থেকেই বিজেপিতে যোগ দেবেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার সেই ঘটনার সাক্ষী থাকতে চলেছে পশ্চিমবঙ্গ। এমনই দাবি করা হচ্ছে একাধিক মহলের তরফে। ওই মহলের দাবি, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদীর সভায় গিয়ে বিজেপিতে যোগ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তাঁকে লোকসভা নির্বাচনে টিকিটও দেওয়া হতে পারে। পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে তিনি দাঁড়াতে পারেন। যা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলার লোকসভা কেন্দ্র। গতবার ওই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু। বিচারবিভাগীয় মহল তো বটেই, সামগ্রিকভাবে রাজ্যের নানা মহলেই অত্যন্ত আলোচিত ব্যক্তি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সাত মার্চ কিছু হবে কিনা, তা নিয়ে প্রশ্ন করা হলে রবিবার বিকেলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘আগে পাঁচ তারিখ আসুক। পাঁচ তারিখ আসার পরে সাত তারিখ আসবে। তখন আবার সব জানতে পারবেন।’ আর পাঁচ তারিখ কী হবে, সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার পদত্যাগ দেবেন। নিজের ইস্তফাপত্র ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে পাঠিয়ে দেবেন।
More Stories
মিরিকের বন্যা ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে সিপিআই(এম) নেতৃত্ব
উত্তরবঙ্গের বন্যা বিপর্যয়ে ত্রাণে বিজেপি, নীরব তৃণমূল! মুখ্যমন্ত্রীর উৎসবের মাঝেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের উত্তরবঙ্গ সফর
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন