সোমালিয়া ওয়েব নিউজ : হাতে গোনা আর কয়েকটা দিন আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের, (IPL 2024) আর সেই মরসুম টিকিট বুকিং এর বেশ কিছু তথ্য উঠে এসেছে। আয়োজক সংস্থা বিসিসিআই-এর পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ২২ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রতিবারের মত এই বার অবশ্য সম্পূর্ণ মরসুমের নির্ঘন্ট প্রকাশ করা সম্ভব হয় নি বোর্ডের পক্ষে। টিকিট এখনও প্রকাশ না করলেও তার জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু করেছে গুজরাত টাইটান্স (GT), দিল্লী ক্যাপিটালস (DC), পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) মত ফ্র্যাঞ্চাইজি। টিকিট বুকিং ওয়েবসাইট পেটিএম ইনসাইডার-এ গেলেই এই সুবিধা পাবেন ক্রিকেট দর্শকেরা। সাথে গুজরাত টাইটান্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস নিজেদের ওয়েবসাইট থেকেও টিকিট কাটার সুবিধা দিচ্ছে সমর্থকদের। নিজেদের হোম ম্যাচে গত বারের রানার্স-আপ গুজরাত (GT) টিকিটের দাম রেখেছে ৪৯৯ থেকে ১২০০০ টাকার মধ্যে। ব্লকবাস্টার হতে পারে) গুজরাত টাইটান্স (GT) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI ম্যাচ। সেই ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য হতে চলেছে ৯০০ টাকা। থাকছে সর্বোচ্চ ১৫০০০ টাকার টিকিট।টিকিটের দাম সম্পর্কে দিল্লী (DC) বা লক্ষ্ণৌ (LSG) ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে আপাতত কোনো নির্দিষ্ট তথ্য অবশ্য সামনে আসে নি।পাঁচবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) টিকিটিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বুকমাইশো। চারটি আলাদা পর্যায়ে মিলবে টিকিট। প্রথম পর্যায়ে স্লাইস ইউ পি আই-এর মাধ্যমে ৬ মার্চ থেকেই ভক্তেরা টিকিট কিনতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলের গোল্ড, সিলভার ও জুনিয়র সদস্যরা বিশেষ সুবিধা পাবেন টিকিট ক্রয় করার জন্য। এই দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে ৯ মার্চ থেকে। ‘ব্লু’ সদস্যদের জন্য তৃতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে ১০ মার্চ থেকে। চলবে ১২ মার্চ পর্যন্ত। এরপর ১৩ মার্চ থেকে সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু করবে মুকেশ আম্বানির দল।
More Stories
আই সি সি র স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত
তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন কলকাতা! দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন
হায়দরাবাদের বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন, কোহলির ৮ বছরের পুরনো নজির!