October 5, 2025

মহাকাশে টয়লেটের ডিজাইন তৈরি করছে NASA! কত টাকা খরচ হবে জানেন কি?

সোমালিয়া ওয়েব নিউজ : মহাকাশে মল-মূত্র ত্যাগের ব্যবস্থা নিয়ে সংবাদমাধ্যমে শিরোনাম উঠে এসেছে ৷ কিছু দিন আগেই খবর মিলেছিল যে ২৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে মহাকাশযানে নয়া অত্যাধুনিক টয়লেট বসানো হচ্ছে৷ এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এবার মহাকাশে টয়লেট তৈরির একটি ডিজাইন নাসার বিজ্ঞানীরা করেছেন বলে খবর। সেই ডিজাইন অনুসারে তৈরি করা হবে টয়লেটটি। আর এজন্য খরচ হবে প্রায় ২ কোটি ২৯ লাখ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৯ কোটি টাকা। টয়লেটটি এমনভাবে তৈরি করা হবে, যাতে মহাকাশচারীদের যেতে সুবিধা হয়। এই টয়লেট আকারে ছোট এবং হাল্কা হবে। এতে থাকবে ফুটরেস্ট এবং হ্যান্ডেলের সুবিধা। এটি ব্যবহার এবং পরিস্কারের ক্ষেত্রে যাতে সহজ হয়, সেদিকেও রাখা হয়েছে নজর। প্রসঙ্গত, ২০২১ সালে নাসার মহাকাশযান SpaceX-এ টয়লেট ভেঙে পড়ে তৈরি হয়েছিল বিপত্তি। নভশ্চরদের ন্যাপি পরে ফিরতে হয়েছিল মাটিতে। পৃথিবীতে ফেরার সময় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য এই পদক্ষেপ বলে সেই সময় জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি মঙ্গলে বর্জ্য স্তূপের একটি স্যাটেলাইট চিত্র প্রকাশ্যে এনেছিল নাসায়। তাতে দেখা যায়, প্রায় ৭ টনের বেশি বর্জ্য জমা হয়েছে সেখানে। ল্যান্ডার এবং রোভারে ধ্বংসাবশেষের জেরেই এই বর্জ্য বলে জানিয়েছিলেন মহাকাশবিজ্ঞানীরা। লাল গ্রহে আবর্জনা স্তূপের ছবিটি প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছিলেন পরিবেশবিদরা। দীর্ঘ সময় ধরে মঙ্গল অভিযানের জন্য এই ঘটনা বলে জানিয়েছিল তাঁরা। অভিযান বন্ধের আর্জি জানানো হয়। স্তূপের পাহাড় বাড়তে থাকলে, আগামী দিনে চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। মহাকাশচারীদের সবকিছু সমস্যা বিচার বিবেচনা করে এবারে মহাকাশে টয়লেট তৈরির সিদ্ধান্ত নায় নাসার। জানা মলমূত্র ত্যাগের একটা বড় সমস্যা দূর করার জন্য ইতিমধ্যে মহাকাশে টয়লেটের ডিজাইন তৈরি করছে নাসা।

Loading