সোমালিয়া ওয়েব নিউজ : আজকাল ছেলেরাই মোবাইলে গেমে আসক্ত তবুও সেই নেশা হাঁটতে পারেনি। আর তেমনই একটি ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল, ঘটনাটি মহারাষ্ট্রের নাসিকের মালেগাওঁ ঘটেছে । ঘরে বসানো সিসিটিভিতে চিতাবাঘ ঢুকে পড়া এবং তারপরেই কিশোরের তাত্ক্ষণিক বুদ্ধি প্রয়োগের ঘটনাটি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিয়োটি ভাইরাল হতেই সবাই কিশোরের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিশোর বাবার অফিস ঘরে বসে মোবাইলে গেম খেলতে মগ্ন রয়েছে। ঠিক সেই সময় চিতাবাঘটি ঘরের ভিতরে ঢুকে পড়ে। তবে চিতাবাঘটি ওই কিশোরকে লক্ষ্য করেনি। সে ঘরে ঢুকতেই টুক করে সোফা থেকে নেমে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় ১৩ বছরের কিশোর। চিতাবাঘটি ঘরে ঢুকতেই ওই কিশোর কিন্তু ভয় পায়নি বা চিত্কার করেনি। ওই কিশোরই আশেপাশের লোকজনদের ঘরে চিতাবাঘ ঢুকে পড়ার খবর দেয়। আসে বন দফতরের লোকজন। জানালা দিয়ে ঘুম পাড়ানি গুলি করা হয়। চিতাবাঘটি ঘুমিয়ে পড়লে, তাকে খাঁচাবন্দি করে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা। ১৩ বছরের কিশোরের এই সাহসিকতায় নেটদুনিয়ায় প্রশংসা কুড়িয়েছে।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ