October 6, 2025

হাইকোর্টের বিচারপতি থেকে ইস্তফা, বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!

সোমালিয়া ওয়েব নিউজ: বৃহস্পতিবার সকালে বিজেপি-র দফতরে এসে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যে বিজেপিতে যোগ দিচ্ছেন তা নিয়ে কোনও রহস্যের বাকি ছিল না। কবে, কোথায়, কখন তিনি বিজেপিতে যোগ দেবেন তা সদ্য প্রাক্তন বিচারপতি নিজেই জানিয়ে দিয়েছিলেন। এমনকী, লোকসভা ভোটে অভিজিৎবাবু কোথায় প্রার্থী হবেন সেটাও এখন ‘ওপেন সিক্রেট’। শুধু বিজেপিতে যোগদানের আনুষ্ঠানিকতাই বাকি ছিল। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের বিজেপির দফতরে তা সম্পন্ন হল। এবং সেই অমোঘ মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, অভিজিৎবাবু ফোনে অমিত শাহজির আর্শীর্বাদ নিয়েছেন। আজ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।
অমিত শাহজির আশীর্বাদ ছাড়া বিজেপিতে যোগ দেওয়া মুশকিল। সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপিতে আনার কাণ্ডারি হলেন শুভেন্দু। সম্প্রতি শুভেন্দু দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। তখনই অভিজিতের সঙ্গে অমিত শাহর কথা বলিয়ে দেন তিনি। নিঃসন্দেহে এ এক ঐতিহাসিক ঘটনা। দলে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমি সর্বভারতীয় দলে যোগ দিলাম। এমন একটি দল যার মাথায় নরেন্দ্র মোদী-অমিত শাহরা রয়েছেন। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসাবে কাজ করতে চাই। আজ আর বিশেষ কিছু বলার নেই। আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের একটি দুর্নীতিগ্রস্ত দলের বিদায় দেওয়া। যাতে ২০২৬ সালে আর তারা ক্ষমতায় আসতে না পারে। কলকাতা হাইকোর্টের কোনও বিচারপতি ইস্তফা দিয়ে এভাবে রাজনীতিতে নামেননি। এই প্রথমবার কোনও বিচারপতি চাকরি দপ্তর থেকে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতিতে যোগ করলেন।

Loading