October 6, 2025

লোকসভা ভোট শুরু ১৯ এপ্রিল, ফল প্রকাশ হবে ৪ জুন, বাংলায় ৭ দফা ভোট…

সোমালিয়া ওয়েব নিউজ : দেশ জুড়ে সাত দফায় নির্বাচন হবে। ১৯ এপ্রিল থেকে শুরু করে ১ জুন অবধি ভোট গ্রহণ হবে সাত দফায়। গোটা দেশজুড়ে ফল প্রকাশ হবে ৪ জুন। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৪২ আসনে, বিহারে ৪০ আসনে ও উত্তর প্রদেশে ৮০ আসনে ৭ দফায় লোকসভা নির্বাচন হবে। শুরু ১৯ এপ্রিল। লোকসভা নির্বাচনের সঙ্গেই চার রাজ্যের বিধানসভা ভোট হবে। সেগুলি হল, সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্রপ্রদেশ। শনিবার দুপুরে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করে বলেন, অন্ধ্রে বিধানসভার ভোট হবে ১৩ মে, অরুণাচলে হবে ১৯ এপ্রিল। একইসঙ্গে ২৬ বিধানসভার উপনির্বাচনও লোকসভা ভোটের সঙ্গেই হবে। প্রথম দফা: ১৯ এপ্রিল, দ্বিতীয় দফা: ২৬ এপ্রিল, তৃতীয় দফা: ৭ মে, চতুর্থ দফা: ১৩ মে, পঞ্চম দফা: ২০ মে, ষষ্ঠ দফা: ২৫ মে, সপ্তম দফা: ১ জুন, রাজীব কুমার আরও বলেন, এদিন থেকেই চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছভাবে কাজ করতে হবে। সমচোখে দেখতে হবে সকল রাজনৈতিক দলকে এবং মাঠে নেমে কাজ করতে হবে। নিচুতলা পর্যন্ত অফিসাররাও যাতে নিরপেক্ষভাবে কাজ করেন, তার নিশ্চয়তা তৈরি করতে হবে আধিকারিকদের। ভোটার কিংবা প্রার্থীদের কাছে যেন কোনও হুমকি-সতর্কতা না পৌঁছায়।ভোটারদের আস্থা অর্জনে অনেক আগে থেকে আধা সেনা মোতায়েন করতে হবে। জেলাশাসক, এসপি এবং পুলিশ কমিশনারদের সাধারণ পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা করে উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে বাহিনী মোতায়েনের দায়িত্ব নিতে হবে। বাহিনী মোতায়েনের বিষয়ে সাপ্তাহিক বৈঠকে রাজনৈতিক দলগুলিকে অবহিত করতে হবে। যদি কোথাও কোনও গন্ডগোলের খবর আসে সেখানে তত্‍ক্ষণাত্‍ পর্যবেক্ষক পাঠাতে হবে। তাঁরা পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলবেন। পর্যবেক্ষকদের নাম, পরিচয়, ফোন নম্বর প্রকাশ করতে হবে। ভুয়ো ভোটার ও ছাপ্পা ভোট রুখতে সর্বতোভাবে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে। তত্‍ক্ষণাত্‍ অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভোটার ও দলগুলির যে কোনও অভিযোগ গুরুত্ব সহকারে শোনা ও পদক্ষেপ করতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও সিভিল ভলান্টিয়ার এবং চুক্তিতে নেওয়া কর্মীদের ভোটের কোনও কাজে অথবা নিরাপত্তার কাজে ব্যবহার করা যাবে না।

Loading