সোমালিয়া ওয়েব নিউজ: চিড়িয়াখানায় দেখা যায় জীবজন্তুদের দেখাশোনা করার জন্য কর্মী নিয়োগ করা থাকে। কোথায় আছে বোনের পশুকে সব সময় পোষ মানানো যায় না। তেমনি একটি ঘটনা দেখা গেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। দক্ষিণ আফ্রিকার একটি চিড়িয়াখানার কর্মীকে কামড়ে ধরেছিল ১৫ ফুট লম্বা একটি কুমির। গত রোববার (১৭ মার্চ) এই ঘটনা ঘটে। ওইদিন কাওয়া-জুলু নাটালের ক্রিক থিম পার্কে ওই অভিজ্ঞ কর্মী চিড়িয়াখানার দর্শনার্থীদের কুমিরটি দেখাচ্ছিলেন। ওই সময় তিনি কুমিরটিকে একটি লাঠি দিয়ে খোচাও দিচ্ছিলেন। ঠিক তখন কুমিরটি লাফ দিয়ে তাকে ধরে ফেলে। এই কর্মী চাচ্ছিলেন কুমিরটি যেন লাঠিতে কামড় দেয়। এর বদলে কুমিরটি তাকেই কামড়ে ধরে। যে কুমিরটি কামড়ে ধরেছিল এটি নীল প্রজাতির। আর এই প্রজাতির কুমির বিশ্বে সবচেয়ে বড়। এই কুমিরটির কামড়ও সবচেয়ে শক্তিশালী।ঘটনার সময় খাঁচায় দুটি কুমির ছিল। প্রথমটি কামড়ে ধরার পর ওই কুমিরও কর্মীকে কামড়ে ধরে।ওই সময় দর্শনার্থীরা চিত্কার শুরু করেন। আর ওই কর্মী কুমিরের সঙ্গে ধস্তাধস্তি করতে থাকেন। একটি পর্যায়ে তাকে ছেড়ে দেয় কুমিরটি। তখন তিনি দৌড়ে নিরাপদস্থানে চলে যান। দক্ষিণ আফ্রিকার রিঅ্যাকশন ইউনিট জানিয়েছে, কুমিরের কামড়ে ওই কর্মীর পায়ে জখম হয়েছে। তারা আরও জানিয়েছে, চিড়িয়াখানার এক দর্শনার্থী তাদের খবর দেন। তখন সেখানে ঘটনাস্থলে উদ্ধারকারীরা যান। তবে তারা গিয়ে দেখতে পান ওই কর্মীকে আগেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তাকে চিকিত্সা দেওয়া হচ্ছিল।সেখানে উপস্থিত এক দর্শনার্থী জানিয়েছেন, তারা কুমিরটিকে দেখছিলেন। ওই সময় হঠাত্ করে এটি চিড়িয়াখানার কর্মীকে কামড়ে ধরেন।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ