November 30, 2025

KKR কে মাতাতে কলকাতায় কিং খান, নাইটদের প্রথম ম্যাচেই ইডেনে হাজির তিনি!

সোমালিয়া ওয়েব নিউজ : এ বারের আইপিএলে কেকেআরের কাছে সব অর্থে অন্য রকম আমেজ। অনেক দিন পর নাইট শিবিরে ফিরেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মেন্টর হওয়ার পর থেকেই টিমকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। সেই গম্ভীরও চান, শাহরুখ খান হাজির থাকুন প্রথম ম্যাচেই। টিমের মেন্টরের ডাকে সাড়া দিয়ে শনিবার সন্ধেয় ইডেন মাতাতে আসছেন ভারতীয় সিনেমার সম্রাট। সন্ধ্যা ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন বলিউড বাদশা। বিমানবন্দর থেকে সোজা চলে যান ইডেনে। চোখে কালো চশমা, পনি টেল, গায়ে ধূসর রঙের টি-শার্ট। দলের প্রথম খেলা দেখতে প্রত্যাশা মতোই কলকাতায় এলেন শাহরুখ। বিমানবন্দরে গাড়িতে ওঠার আগে অনুগামীদের দেখে চুমু ছুড়ে দেন শাহরুখ। ইডেনে পৌঁছেও কেকেআর সমর্থকদের উদ্দেশে বিলিয়ে দেন নিজের ভালবাসা। ২০১৪ সালের পর আইপিএল জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসেছেন শাহরুখ। তাঁর হাতেই তুলে দিয়েছেন দলের সব দায়িত্ব। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও দল পরিচালনার দায়িত্ব মূলত গম্ভীরেরই। এ বার কেকেআর দলে পাচ্ছে অধিনায়ক শ্রেয়স আয়ারকে। দলে নেওয়া হয়েছে মিচেল স্টার্ককে। জেসন রয়ের পরিবর্ত হিসাবে নেওয়া হয়েছে ফিল সল্টকে। নতুন উদ্যমে কেকেআরকে সাজাতে চেয়েছেন শাহরুখ। কেকেআর পর পর উইকেট হারানোয় হতাশ দেখায় ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধারকে। শাহরুখের দেখা পেতেই ইডেনে উপস্থিত ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয় উন্মাদনা। সমর্থকদের উচ্ছ্বাস বলিউড বাদশাকে খুশি করলেও, তাঁকে শুকনো মুখে বসে থাকতে দেখা যায় বেশ কিছু ক্ষণ।

Loading