October 6, 2025

আগাম বসন্ত উৎসবের আমেজে মেতে উঠতে, দেখা গেল মিমি চক্রবর্তীকে বৃন্দাবনে!

সোমালিয়া ওয়েব নিউজ : দোলে আগেই বাবা-মাকে নিয়ে রাধা-কৃষ্ণের শহর বৃন্দাবনে গিয়ে আবিরে মাখামাখি হয়ে হলি খেলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সদ্য রাজনীতি থেকে ‘বাণপ্রস্থ’ নেওয়া অভিনেত্রী বর্তমানে রঙিন মেজাজে আধ্যাত্মিক শহরে সময় কাটাচ্ছেন। শুক্রবারই বৃন্দাবনে পাড়ি দিয়েছেন টলিউড অভিনেত্রী। আর সেখানে গিয়েই আগাম বসন্ত উৎসবের আমেজে মেতে উঠতে দেখা গেল মিমিকে। এই বছরের শুরুটাই করেছিলেন বেনারস ভ্রমণ দিয়ে। সেখানকার বিখ্যাত গঙ্গারতি, ঘাট এবং মন্দিরে তীর্থ করতে দেখা গিয়েছিল তাঁকে। এবার দোলের আগে বৃন্দাবনের অলিতে-গলিতে ঢুঁ মারছেন মিমি। সোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি-ভিডিও শেয়ার করেছেন তিনি। কখনও গঙ্গার বুকে প্রদীপ ভাসিয়ে মানত করতে দেখা গেল অভিনেত্রীকে, আবার কখনও বা ‘রাধে রাধে’ ধ্বনি দিয়ে কৃষ্ণের আরাধনায় মগ্ন মিমি ধরা দিলেন ক্যামেরার লেন্সে। গলায় বৃন্দাবনের পবিত্র হলুদ উত্তরীয়। ললাটে আর দুই গালে হলুদ আবিরে লেখা ‘রাধে রাধে’ বোল। সবুজ-লাল আবিরেও নিজেকে রাঙিয়েছেন টলিউড অভিনেত্রী। সেখান থেকেই ভক্তদের দোল উৎসবের শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী। তবে এই আধ্যাত্মিক সফরের শুরুতেই কিন্তু এক কেলেঙ্কারি ঘটে গিয়েছিল। সেই ঘটনাও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর শেয়ার করা ভিডিওতেই দেখা গিয়েছিল, মিমির রোদচশমা নিয়ে পালিয়েছে বাঁদর। আর অভিনেত্রী ছুটছেন তার পিছু পিছু!চশমা মুখে নিয়ে দৌড়াচ্ছ বাঁদরটি এরপর মিমি তাঁকে কিছু একটা খাবার দিতে তবেই সে চশমাটি রেখে দিয়ে যায়। সে যাই হোক, বৃন্দাবনে বাবা- মাকে নিয়ে সে চুটিয়ে হোলির আমেজে মেতেছেন মিমি চক্রবর্তী।

Loading