October 5, 2025

১২ ইঞ্চির জ্যান্ত পাঁকাল মাছ পায়ুদ্বার অপারেশন করে বেরল! কিভাবে ঢুকলো ব্যক্তির শরীরে এই মাছ?

সোমালিয়া ওয়েব নিউজ : দৈনন্দিন জীবনে আমরা এমন কিছু ঘটনা চোখে দেখি যা কিনা নিজের চোখও বিশ্বাস করতে পারে না। তেমনই এক ঘটনা যায় কিনা আপনাকেও ভাবাবে ঘটনাটা জানলে! বেশ কয়েকদিন ধরে অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন এক ব্যক্তি। ভিয়েতনামের কোয়াং নিন প্রদেশের বছর চৌত্রিশের ওই ব্যক্তি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। শেষে সহ্য করতে না পেরে ডাক্তার দেখান। হাসপাতালে ভর্তি হন। এক্স-রে করা হয়। আল্ট্রাসাউন্ড টেস্টও করানো হয়। তাতে দেখা যায়, তলপেটে কিছু একটা আটকে রয়েছে যা শরীরের অংশ নয়। আর এটার জন্য তাঁর তলপেট ক্রমেই ফুলে উঠছিল। একেবারে জীবন মরণ অবস্থা। শেষে ভিয়েতনামের হাই হা জেলার মেডিক্যাল সেন্টারের ডাক্তাররা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আর এরপরই হল আসল কাণ্ড। মাঝবয়সি ওই ব্যক্তির তলপেটে অপারেশন করে কী বেরল জানেন? শুনলে অবাক হয়ে যাবেন তলপেটে আটকে থাকা রহস্যময় ওই বস্তুর বিষয়ে জানলে। একটা আস্ত পাঁকাল মাছ ঢুকে গিয়েছিল। প্রায় ১২ ইঞ্চি লম্বা। অপারেশনের পর সেই পাঁকাল মাছটিকে জ্যান্ত অবস্থাতেই উদ্ধার করেছেন ডাক্তারবাবুরা। এই জ্যান্ত পাঁকাল মাছই ওই ব্যক্তির তলপেটে ঘুরঘুর করছিল আর সেই কারণেই এত যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি। কিন্তু কীভাবে ঢুকল এত বড় একটা পাঁকাল মাছ? হাসপাতালের চিকিত্‍সকেদের অনুমান, ওই ব্যক্তির পায়ুদ্বার দিয়ে কোনওভাবে ঢুকে গিয়েছিল এই ১২ ইঞ্চির পাঁকাল মাছটি। তারপর সেটি এগোতে এগোতে কোলন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর এই পাঁকাল মাছের নড়াচড়ার চোটে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ব্যক্তির অন্ত্রও। বেশ কিছু টিস্যু নষ্ট গহয়ে গিয়েছিল।চিকিত্‍সকরা খুব সাবধানে পেটের ভিতর থেকে সেই পাঁকাল মাছটিকে জ্যান্ত বের করেন এবং অন্ত্রের ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া টিস্যুগুলিকে সরিয়ে ফেলেন। চিকিত্‍সকদের দক্ষতায় জটিল এই অস্ত্রোপচার সফল হয় এবং এ যাত্রায় প্রাণে রক্ষা পান তিনি। কী কারণে তলপেটের মধ্যে এত বড় একটি পাঁকাল মাছ এল, সে বিষয়টি নিয়ে অবশ্য এখনও রহস্য রয়ে গিয়েছে। তবে হাসপাতালের চিকিত্‍সকদের অনুমান, মাছটি ওই ব্যক্তির পায়ুদ্বার দিয়ে প্রবেশ করে তলপেট পর্যন্ত এসে গিয়েছিল। কিন্তু এটাই অবাক করা বিষয় জ্যান্ত পাঁকাল মাছটি কিভাবে এতদিন বেঁচে ছিল যা চিকিৎসকদেরও অবাক করে দিয়েছে।

Loading