সোমালিয়া ওয়েব নিউজ : ১৭ এপ্রিল, বুধবার রাম নবমী।প্রথম রাম নবমীকে বিশেষ করে তুলতেই বিশেষ উদ্যোগ। এবার রাম নবমীতেই বিশেষ রেকর্ড গড়তে চলেছে রাম মন্দির। প্রায় পাঁচশো বছরের বিতর্কে ইতি ঘটিয়ে অযোধ্যার রামমন্দিরে (Ayodhya Ram Temple) প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। আর রামলালা বিরাজমান হওয়ার পর এই প্রথম রামমন্দিরে পালিত হবে রামনবমী। স্বাভাবিকভাবেই জোরকদমে চলছে প্রস্তুতি। ধুমধাম করে রামলালার জন্মদিন উদযাপনের আয়োজনে কোনওরকম ফাঁকফোকর রাখা হচ্ছে না। আর এবার জানা গেল, রামনবমী উপলক্ষে অযোধ্যা এসে পৌঁছচ্ছে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু!দেবরহ হংস বাবা ট্রাস্টের সদস্য অতুল কুমার সাক্সেনা জানান, রামলালার জন্মদিন উপলক্ষে প্রসাদ হিসেবে এই ট্রাস্টের তরফে ১ লক্ষ ১১ হাজার ১১১ কেজির লাড্ডু পাঠানো হচ্ছে। যা ১৭ এপ্রিল ভক্তদের প্রসাদ হিসেবে বিলি করা হবে। তবে শুধু রামমন্দিরেই নয়, প্রতি সপ্তাহেই এই ট্রাস্টের তরফে লাড্ডু পৌঁছে যায় বারাণসীর কাশী বিশ্বনাথ থেকে দক্ষিণে তিরুপতি বালাজি মন্দির-সহ বিভিন্ন ধর্মীয় স্থানে। এর আগে গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ৪০ কেজির লাড্ডু প্রসাদ হিসেবে পাঠিয়েছিল তারা। তবে এবার লাড্ডুর ওজন পেরল ১ লক্ষ কেজি। আন্দাজ করতে সমস্যা হয় না যে ঠিক কত বড় আকারের লাড্ডু ভোগ হিসেবে পেতে চলেছে রামলালা। উল্লেখ্য, এবারের রামনবমীতে রামলালার কপাল উজ্জ্বল হবে সূর্য তিলকে। গত শনিবার তারই ট্রায়াল হয় রামমন্দিরে। প্রায় ৪ মিনিট ধরে রামলালার কপালে দেখা মেলে সূর্য তিলকের। আগামী ১৭ তারিখ যে মুহূর্তের সাক্ষী হতে ভিড় জমাবেন ভক্তরা। রাম নবমী উপলক্ষে বিপুল সমাগম হতে পারে বলে আশা করছে মন্দির কর্তৃপক্ষ।
More Stories
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা
বিজয়া দশমী: অধর্মের পরাজয় ও ধর্মের জয় উদযাপন
মহা অষ্টমী : দেবী আরাধনার সর্বোচ্চ শিখর