সোমালিয়া ওয়েব নিউজ : সোশ্যাল মিডিয়ায় আজকের দিনে পশুপাখিদের কিন্তু কিছু ভাইরাল ভিডিয়ো সকলকে অবাক করে। এমনই একটি ভিডিয়ো আজকাল মাইক্রো ব্লগিং সাইট এক্স -এ ভাইরাল হচ্ছে। এই ক্লিপে দেখবেন বাঘের দাঁতে একটা বড় হাড় আটকে আছে। বাঘকে ত্রাণ দিতে পশু চিকিৎসকের সাহায্য নিতে হয়। কিন্তু এই ভাইরাল হওয়া ভিডিয়োটিও বেশ ভয়ের। এই ভাইরাল হওয়া ভিডিয়োটি মাইক্রো ব্লগিং সাইট X -এর হ্যান্ডেল @gunsnrosesgirl3 -এ শেয়ার করা হয়েছে। এই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখবেন অনেকেই বাঘ ধরেছে। আপনি স্পষ্ট দেখতে পাবেন বাঘের দাঁতে একটি বড় হাড় আটকে আছে। এটি অপসারণ করতে, কোন চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয়নি তবে একটি হাতুড়ি ব্যবহার করা হয়েছিল। হাতুড়ি দিয়ে কয়েকবার আঘাত করার পর বাঘ স্বস্তি পায়। এত বড় কিছু যদি দাঁতে এই ভাবে আটকে যায়, তাহলে তা বোবা প্রাণী হলেও যে কারোরই সমস্যা হবে। ভাইরাল হওয়া ভিডিয়োটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে – ভেট (পশুচিকিৎসক) বাঘের দাঁতে আটকে থাকা হাড় সরিয়ে নিচ্ছেন। এটা বেশি ভাইরাল হবার কারণ এটা একটা হিংস্র প্রাণীর মধ্যে অন্যতম।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ