October 6, 2025

ভিড় লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন, বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা জ্যোতি

সোমালিয়া ওয়েব নিউজ : ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হল প্রথম দফার নির্বাচন। সকাল সকাল বুথে গিয়ে নিজেদের ভোটদান পর্ব মিটিয়ে এসেছেন অনেকেই। শুক্রবার সকালে রোদে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে খর্বাকার মহিলা জ্যোতি আমগ। গোটা দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ শুরু হয়েছে। মহারাষ্ট্রের নাগপুরে সকাল থেকেই ভোটের লাইনে ভিড়। লাইনে দাঁড়িয়েই ভোট দিয়েছেন জ্যোতি। সেই ছবি এক্স হ্যান্ডেলে (টুইটার) পোস্ট করেছে ডিডি নিউজ।৬২.৮ সেন্টিমিটার উচ্চতার জ্যোতি কিসাঙ্গে আমগে বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা। লোকসভার প্রথম দফার ভোটে সকলের সঙ্গে লম্বা লাইনে দাঁড়িয়েই ভোট দিয়েছেন ২ ফুট ১ ইঞ্চির জ্যোতি। ভোট দিয়ে বেরিয়ে ফেসবুকে নিজের ছবিও পোস্ট করেছেন। জ্যোতি বলছেন, ‘সবাইকে ভোট দেওয়ার অনুরোধ করছি। প্রথমে ভোট দিন, তারপর নিজের অন্যান্য কাজ সারুন। আমি পরিবারের সঙ্গে এসে ভোট দিয়েছি। আমাদের সকলেরই ভোট দেওয়া উচিত।’ আঙুলে ভোটের কালি লাগানো তর্জনী দেখিয়ে ছবিও পোস্ট করেছেন তিনি। জ্যোতি তাঁর উচ্চতার জন্য ২০১১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলেন। তিনি এখন সেলিব্রিটি। একজন তারকা রাঁধুনি, উদ্যোগপতিও। ২০১২ সালে বিগ বস ৬-এ অতিথি হয়ে আসেন। অভিনয় করেছেন মার্কিন ও ইতালীয় টেলিভিশন সিরিজে। পুণের লোনাভালার ওয়াক্স মিউজিয়ামে তাঁর মূর্তিও রয়েছে।

Loading