October 5, 2025

সুন্দরী প্রতিযোগীতার খেতাব অর্জন, ৬০ বছর বয়সী অ্যালেজেন্দ্রা রদ্রিগেজের!

সোমালিয়া ওয়েব নিউজ : “মিস বুয়েনস আইরেস ২০২৪ এর খেতাব জিততে পেরে আমি খুবই উত্তেজিত এবং সম্মানিত। আমি সব নারীকে দেখাতে চাই যে সৌন্দর্যের কোনো বয়স নেই এবং আমরা বাধা ভেঙ্গে দিতে পারি,” মন্তব্য করেন তিনি। কারণ আমাদের কাছে বয়স শুধুই সংখ্যা মাত্র। রদ্রিগেজের মতে তার ফিটনেস এবং তারুণ্যের রহস্য হল শারীরিক কার্যকলাপ এবং স্বাস্থ্যকর খাবার। ৬০ বছর পেরিয়েও তিনি লাস্যময়ী। মুখের লাবন্য দেখে বয়স বোঝার কোনও উপায় নেই। টেক্কা দিতে পারে ৩০-এর সুন্দরীকেও। সেই রূপের ছটাতেই মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট ছিনিয়ে নিলেন লা প্লাটার বাসিন্দা অ্যালেজেন্দ্রা রদ্রিগেজ। পেশায় আইনজীবী এবং সাংবাদিক অ্যালজেন্দ্রা এই খেতাব জিতে যে সকলকে বিষ্মিত করেছেন, তা আর বলাই বাহুল্য। তিনিই বিশ্বের প্রথম মহিলা যিনি ৬০ বছর বয়সে কোনও সুন্দরী প্রতিযোগীতায় বিজয়ী হলেন। অ্যালেজেন্দ্রা অবশ্য এখানেই থামতে নারাজ। তাঁর পরবর্তী লক্ষ মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেওয়া। যা চলতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। এখনও পর্যন্ত মিস ইউনিভার্সের খেতাব জয়ী কোনও প্রতিযোগীরই বয়স ৩০-এর কোটায় পৌঁছয়নি। যদিও এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়সের মাপকাঠি ১৮ থেকে ৭৩ পর্যন্ত রাখা হয়েছে। তিনি সুন্দরী প্রতিযোগীতার খেতাব জিতে খবরের শিরোনামে।

Loading