সোমালিয়া ওয়েব নিউজ : বর্তমান সময়ে দাঁড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে, যারা শিক্ষা দেন তারাই আজ তাদের ভাবমূর্তি নষ্ট করছে ছাত্র-ছাত্রীদের সামনে। তেমনি এক ঘটনা সাক্ষী ভাইরাল ভিডিও। স্কুলের মধ্যে চুলোচুলি বাঁধল শিক্ষিকা ও প্রিন্সিপালের। দুজনেই চুলের মুঠি ধরে একে অপরের উপর চড়াও হলেন। চলল কিল, চড়, ঘুসি। প্রিন্সিপালকে শিক্ষিকার চোখে খিমচি দিতেও দেখা গেল। খানিকটা অদ্ভূত শোনালেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। সেই দৃশ্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি আগ্রার একটি প্রাথমিক স্কুলের। অভিযোগ, দেরি করে আসা নিয়েই প্রথমে প্রিন্সিপালের সঙ্গে শিক্ষিকার বচসা বাধে। যা ধীরে ধীরে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। দুই শিক্ষিকার এমন নজিরবিহীন কাণ্ড ক্যামেরাবন্দি করেছেন আরেক শিক্ষিকা। সোশ্যাল মিডিয়ায় সেই মারপিটের ভিডিও ভাইরাল হয়েছে। সকাল ৯ টার মধ্যে স্কুলে ঢোকার সময়। কিন্তু এক শিক্ষিকার স্কুলে পৌঁছতে ১০টা বেজে যায়। দেরি করে আসায় ওই শিক্ষিকাকে ধমক দেন প্রিন্সিপাল। সেখান থেকেই দুজনের বচসা শুরু হয়। প্রিন্সিপালও বিগত চারদিন ধরে দেরিতে এসেছেন, ঝগড়ার মাঝে বলে ওঠেন শিক্ষিকা। এরপরই ওই প্রিন্সিপাল শিক্ষিকার উপর চড়াও হন বলে অভিযোগ।
রীতিমতো পড়ুয়াদের সামনেই একে অপরকে গালিগালাজ, মারধর করতে থাকেন দুই শিক্ষিকা। স্টাফরুমে উপস্থিত বাকি শিক্ষক, শিক্ষিকারা তাদের আটকানোর চেষ্টা করেন। কিন্তু কোনও মতেই তাঁদের থামানো যাচ্ছিল না। ভিডিওতে দেখা যায়, টানাটানিতে প্রিন্সিপালের জামার সামনের অংশ ছিঁড়ে গেছে। অন্যদিকে, প্রিন্সিপালও শিক্ষিকার চুল টেনেছেন এবং চোখে আঘাত করেছেন। শিক্ষিকা ও প্রিন্সিপাল দুজনেই পুলিশের কাছে একে অপরের নামে অভিযোগ করেছেন। সোশ্যাল দুনিয়ায় যেমন এই ভিডিওটি ভাইরাল হয়েছে, তেমনি নিন্দার ঝড় উঠছে। শিক্ষার কারিগররা যদি এমন করে তাহলে শিক্ষা মূল্যটা ছাত্র-ছাত্রীদের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ দেবে, সেটাই চিন্তার বিষয়।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ