সোমালিয়া ওয়েব নিউজ : চিনা নাগরিকদের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ আবারও প্রকট হয়েছে। আফ্রিকান দেশগুলোতে কর্মরত চিনা নগরিকদরায় জাতিগত বৈষম্যের অভিযোগে আরও একবার স্পষ্ট করলো। এক চিনা ব্যক্তির আফ্রিকান কর্মীদের চাবুক পেটা করার ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। গোটা ঘটনার ভিডিয়োটি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিটিএন নেটওয়ার্ক সংস্থার প্রতিষ্ঠাতা ডোম লুক্রে। পোস্টটি করে তিনি লিখেছেন, ‘আফ্রিকাতে চিনা নিয়োগকর্তা তার কর্মীদের ট্রান্স আটলান্টিক ক্রীতদাসের মতো আচরণ করছেন।’ লুক্রে আরও বলেন, ‘এর থেকেই বোঝা যায় আফ্রিকায় চিনারা শ্বেতাঙ্গদের চেয়ে বেশি বর্ণবিদ্বেষী।’ ভাইরাল হওয়া ভিডিয়োতে আফ্রিকান কর্মীদের বসে থাকতে দেখা যায় এবং দেখা যায় একজন চিনা ব্যক্তি তাদের উপর চিৎকার করছে। এরপরই একটি চাবুক বের করেন এবং আফ্রিকান শ্রমিকদের নির্দয়ভাবে মারতে শুরু করেন। মারের আঘাত থেকে বাঁচতে নিজেদের মাথা ঢেকে বসে থাকতে দেখা যায় আফ্রিকান কর্মীদের। তাঁদের মধ্যে এই ভিডিয়ো নিয়ে রীতিমতো বর্ণবাদ এবং দাসত্ব নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। ভাইরাল ভিডিয়োটি ইন্টারনেটে বর্ণবাদ এবং দাসত্ব নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। অনেক ব্যবহারকারী চিনা ম্যানেজারের জাতিগত আচরণের জন্য তাঁদের ক্ষোভ প্রকাশ করেছেন। এই ভিডিয়োটি প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায়। যা প্রায় ১৪.৭ মিলিয়ন ভিউ, ৮২ হাজার লাইক, ৪১ হাজার পুনঃপোস্ট এবং ১৩ হাজারেরও বেশি মন্তব্য করেছে নেটিজেনরা।
More Stories
হলুদ অপরাজিতা
মঙ্গল গ্রহে বরফ
ছিঃ ছিঃ রে ননী ছিঃ