October 5, 2025

দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১

সোমালিয়া ওয়েব নিউজঃ দার্জিলিং জেলাজুড়ে টানা প্রবল বর্ষণে ব্যাপক ধসের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত তেরোজনের, নিখোঁজ রয়েছেন একজন। প্রশাসনের তরফে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মিরিকে, যেখানে পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন। জোরবাংলোয় চারজন, সুখিয়া পোখরিতে দুইজন, দার্জিলিং শহরে একজন, এবং পালবাজার এলাকায় একজন মারা গিয়েছেন বলে সূত্রের খবর।

অবিরাম বৃষ্টির জেরে পাহাড়ি সড়কগুলির একাধিক অংশে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। দার্জিলিং–সিলিগুড়ি সংযোগ রাস্তায় ধস নামায় যান চলাচল ব্যাহত। প্রশাসন জানিয়েছে, উদ্ধারকারীরা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

এদিকে, আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টাতেও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Loading