সোমালিয়া ওয়েব নিউজ : ভারতে বিপুল হারে কমেছে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা। সাম্প্রতিককালে প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইজরি কাউন্সিল (EAC-PM) তথ্য প্রকাশ করে জানিয়েছে, ১৯৫০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ভারতে কমেছে হিন্দু নাগরিকের সংখ্যা। আর এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে অবাক করে দেওয়ার মত এক তথ্য। ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে (Pakistan) হিন্দুদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সারা বিশ্বেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, পাঁচ শতাংশ জনসংখ্যা বেড়েছে সংখ্যালঘু হিন্দুদের। শুধু তাই নয়, খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘুদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এদিকে, ভারতে (India) যখন মুসলিম এবং অন্য সংখ্যালঘুদের জনসংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে, ঠিক তখনই ভিন্ন ছবি ধরা পড়ছে পাকিস্তানে (Pakistan)। ২০২২ সালে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস পাকিস্তানের সংখ্যালঘু জনসংখ্যা নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে।সেই রিপোর্টে একটু নজর রাখুন। জানা গিয়েছে, পাকিস্তানে (Pakistan) মোট জনসংখ্যার ভিত্তিতে ১.১৮ শতাংশ অর্থাৎ মোট ২২ লাখ ১০ হাজার ৫৬৬ জন সংখ্যালঘু হিন্দু থাকেন। পাকিস্তানের মোট জনসংখ্যা ১৮ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ৬০১। যার মধ্যে ১৮ কোটি ২৫ লাখ ৯২ হাজার মুসলিম। রাষ্ট্রীয় নাগরিকত্ব পাওয়া সংখ্যালঘুদের মধ্যে ১৭ রকম আলাদা আলাদা ধর্মের মানুষের বাস রয়েছে পাকিস্তানে। পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের বসবাস সবচেয়ে বেশি সিন্ধু প্রদেশে। দেশের মোট হিন্দু জনসংখ্যার মধ্যে ৯৫ শতাংশ সিন্ধু প্রদেশেই থাকেন। পাকিস্তানে হিন্দু জনসংখ্যার বেশিরভাগ গরিব এবং দেশের প্রতিষ্ঠানগুলিতে তাদের প্রতিনিধিত্ব প্রায় নেই বললেই চলে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু