সোমালিয়া ওয়েব নিউজ : দুনিয়াজুড়ে বর্তমানে ভাষার সংখ্যা ৭ হাজারেরও বেশি। যদিও, এর মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ ২৩টি ভাষায় নিজেদের ভাবের আদান-প্রদান করে থাকে। এগুলির প্রত্যেকটির স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। কিন্তু মানুষ নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য এত ভাষায় কথা বলেন না। বিশ্বে জনসংখ্যার অর্ধেকেরও বেশি মাত্র কয়েকটি ভাষায় কথা বলেন। এগুলি ব্যবসা, রাজনীতি এবং যোগাযোগের জন্য বেশি ব্যবহৃত হয়। এগুলির মধ্যে তুলনা করেছেন ভাষা বিশেষজ্ঞরা। তারা দেখেছেন বিশ্বের প্রায় ৮৮ শতাংশ লোক সব থেকে বেশি কথা বলেন ১০টি ভাষায়। নিজের ভাষা ছাড়াও দ্বিতীয় ভাষা হিসেবেও সেগুলিকে ব্যবহার করেন কয়েক লাখ মানুষ। বিশ্বের শীর্ষ ১০টি সর্বাধিক প্রচলিত ভাষার একটি তালিকাও প্রস্তুত করেছেন তাঁরা। সেই তালিকায় স্থান পেয়েছে একাধিক ভারতীয় ভাষা। তাঁরা যে তালিকা করেছেন তাতে বিশ্বে সব থেকে বেশি বলা হয় ইংরেজি ভাষা। এই ভাষায় কথা বলেন বিশ্বের প্রায় ১.৫ বিলিয়ন মানুষ। এর পরেই আছে ম্যান্ডারিন চাইনিজ ভাষা। এই ভাষায় কথা বলেন ১.১ বিলিয়ন মানুষ। এই তালিকায় স্থান পেয়েছে হিন্দি এবং বাংলাও। হিন্দিতে বিশ্বের ৬০৯.১ মিলিয়ন এবং বাংলায় ২৭২.৮ মিলিয়ন মানুষ কথা বলেন। এছাড়াও এই তালিকায় আছে স্প্যানিশ, ফরাসি, আরবি, পর্তুগিজ, রাশিয়ান এবং উর্দু ভাষাও। পৃথিবীর বহুল ব্যবহৃত ভাষাগুলোর মাঝে বাংলা স্থান পেলো। পৃথিবীতে সবচেয়ে বেশি বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে বাংলাদেশে এবং এরপর ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে।
More Stories
আমেরিকার শাটডাউন ও তার ছায়া: ভারতীয় অর্থনীতি ও প্রবাসীদের জন্য কী বার্তা?
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দিলেন নেপালের সুশীলা কার্কি
হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু