সোমালিয়া ওয়েব নিউজ : নতুন করোনা ভাইরাস নিয়ে হয়তো উদ্বেগের কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবুও সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত সারা দেশে এই কেপি২-তে আক্রান্ত হয়েছেন মোট ২৭২ জন।মহারাষ্ট্র, কেরল, কর্নাটকের পর এবার বাংলা। খোঁজ মিলল করোনার নতুন উপপ্রজাতি কেপি.২-এর। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, বাংলায় করোনার নতুন প্রজাতিতে অন্তত ৩০ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট অনুযায়ী, বাংলা থেকে গত চারমাসে বেশ কিছু নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। সেই নমুনাগুলির মধ্যে থেকে ৩০ জনের শরীরে কোভিডের কেপি২ সাবভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। ২০১৯ সালের শেষ থেকে পৃথিবী জুড়ে যে অতিমারি পরিস্থিতি তৈরি হয়েছিল, কালক্রমে তা কেটে গেলেও, করোনা ভাইরাস যে এক্কেবারে বিদায় নেবে না এমনটা আগেই বলে রেখেছিলেন বিশেষজ্ঞরা। করোনার অভিঘাত কমেছে, ঢেউয়ের উচ্চতাও কমেছে ধীরে ধীরে, কিন্তু বারবার বিভিন্ন রূপে ফিরছে করোনা আতঙ্ক। এবারে তার নতুন রূপ কেপি২। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই করোনার কেপি২ উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন অনেকে। এই সাব-ভ্যারিয়েন্টে সব থেকে বেশি সংক্রমিত রোগী আমেরিকায়। ইতিমধ্যে ভারতেও এসে পৌঁছেছে এই সাব-ভ্যারিয়েন্টের আতঙ্ক। কোভিডের ওমিক্রন প্রজাতির উপপ্রজাতি এই কেপি২। দেশের একাধিক রাজ্যে এই উপপ্রজাতিতে আক্রান্ত হয়েছেন রোগীরা। গত মার্চ মাসে দেশের মধ্যে মহারাষ্ট্রে প্রথমবার কোভিডের কেপি২ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছিল। এরপর থেকে কেরল, কর্ণাটকেও একাধিক রোগীর শরীরে এই সাব-ভ্যারিয়েন্টের হদিশ মেলে । এবার বাংলাতেও কেপি২ উপপ্রজাতিতে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। দেশে এখনও পর্যন্ত কোভিডের কেপি২ উপপ্রজাতিতে আক্রান্ত ২৭২ জন রোগীকে চিহ্নিত করা গিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কেপি২-তে আক্রান্ত হলে কাঁপুনি দিয়ে জ্বর, সঙ্গে সর্দি, কাশি গলা ব্যথা, নাক বন্ধ হওয়া, গায়ে ব্যথা, মাথার যন্ত্রণা, ক্লান্তি ভাবের মতো উপসর্গ লক্ষ্য করা যায়। যদিও এখনই খুব বেশি উদ্বেগে না ভোগার জন্য সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তবে করোনার দাপট কমলেও তা যে পুরোপুরি বিলুপ্তি হয়নি তা আরো একবার প্রমাণিত। আর তারই ফলস্বরূপ এবার করোনার নতুন ভ্যারিয়েন্ট রূপে হাজির কেপি২।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
কালীঘাটে বিজয়া সম্মিলনীতে মমতা–অভিষেক