সোমালিয়া ওয়েব নিউজ : মঙ্গলবার সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের একটি টিম বিরোধী দলনেতার কোলাঘাটের ভাড়া বাড়িতে (অফিসে)পুলিশি হানা। এই তল্লাশির প্রতিবাদে কোলাঘাট থানা ঘেরাও করেছে বিজেপির কর্মী-সমর্থকরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল বলে দাবি করেছে পুলিশ। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের। ঘটনায় রীতিমতো ক্ষোভপ্রকাশ বিরোধী দলনেতার। কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা দিয়েছেন। বিরোধী দলনেতার অভিযোগ এদিন তাঁর বাড়িতে ৭০ থেকে ৮০ জন পুলিশের দল যান। এই ঘটনার খবর পেয়ে কেশপুর থেকে সরাসরি কোলাঘাট থানায় যান বিরোধী দলনেতা। থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মসমর্থকেরা।’অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল’, পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী। ‘আইনি পথে আমি লড়ব। গোটা বাংলার জনগণকে বলব কোন রাজত্বে আছেন দেখুন’, তীব্র ক্ষোভপ্রকাশ বিরোধী দলনেতার। তাঁর দাবি থানায় পৌঁছলে, সেখানে কোনও ভারপ্রাপ্ত আধিকারিক ছিলেন না বলে তাঁর অভিযোগ। কেন বাড়িতে তল্লাশি, কারণ জানতেই থানায় যান বলে দাবি তাঁর। মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে, অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। অন্যদিকে শুভেন্দুর ভাড়াবাড়িতে যেতেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতিও হয়। শুভেন্দু অধিকারী পরে কেন এই পুলিশি অভিযান, সেই নিয়ে কোলাঘাট থানায় গিয়ে প্রশ্ন তোলেন। থানার বাইরে এই নিয়ে একপ্রস্থ বিক্ষোভ ও স্লোগান চলে বিজেপির কর্মী-সমর্থকদের। থানা থেকে বেরিয়ে শুভেন্দুর হুঁশিয়ারি, ‘আমি আইনি পথে মোকাবিলা করে নেব। রাতের মধ্যেই আমি সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি কমিশনকে। যে পুলিশকর্মীরা গিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এর শেষ আমি দেখে ছাড়ব।’ এদিকে মঙ্গলবারের এই ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে কোনও বিবৃতি এখনও পর্যন্ত না পাওয়া যায়নি। তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সূত্র থেকে দাবি করা হয়েছে, নির্দিষ্ট তথ্যের ওপরে ভিত্তি করে এক দুষ্কৃতীকে ধরতে কোলাঘাটের নির্দিষ্ট একটি বাড়িতে হানা দেয় পুলিশ।
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা