সোমালিয়া ওয়েব নিউজ : ৩ জুন স্কুল খোলার কথা ছিল। গরমের ছুটি শেষ করে স্কুল খোলার কিন্তু আবারো পিছিয়ে গেল ছুটি। মধ্যশিক্ষা পর্ষদ থেকে সোমবার একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, স্কুল খুলবে আগামী ১০ জুন। তবে স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মীদের ৩ জুন থেকেই স্কুলে আসতে হবে। ৩ জুন থেকে স্কুলে এসে শিক্ষকদের স্কুল খোলার প্রস্তুতি নিতে হবে। ৩ জুন থেকে স্কুল খোলার কথা থাকলেও, শহরের একাধিক বিদ্যালয় ওইদিন থেকে খোলা যেত না বলেই জানা গিয়েছিল। কারণ, স্কুলগুলোতে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনী কবে যাবে, নিশ্চিতভাবে জানা যায়নি। সেই কারণেই স্কুল খুলতে দেরি হতে পারে, এমন সম্ভাবনা আগেই তৈরি হয়েছিল। এবার সেই সম্ভাবনাই বাস্তবায়িত হল।
![]()

More Stories
পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক ব্রিগেডে, রাজ্যপালকে আমন্ত্রণ সনাতন সংস্কৃতি সংসদের
বিধানসভা নির্বাচনের আগে ইভিএম–ভিভিপ্যাটের এফএলসি শুরু রাজ্যে, চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত
হাতুড়ে ডাক্তারি বনাম পাশ করা ডাক্তার—অরাজকতার জঞ্জালে বাংলার স্বাস্থ্যব্যবস্থা