সোমালিয়া ওয়েব নিউজ ;কেরালা বিধানসভার অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। ২৮ দিনের এই অধিবেশনে প্রধানত রাজ্য বাজেটের বিভাগীয় ব্যয় মঞ্জুরী বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া, কেরালা পঞ্চায়েতীরাজ ও পুরসভা সংক্রান্ত দুটি সংশোধনী বিলও এবারের অধিবেশনে পেশ কর হবে। আগামী ২৫ শে জুলাই পর্যন্ত চলবে এই অধিবেশন।এদিকে, যে দু’জন বিধায়ক এবারের লোক্সভা নির্বাচনে জয়লাভ করেছেন, তাঁদের ১৭ই জুনের মধ্যে বিধায়ক পদ ছাড়ার বিষয়ে জানাতে হবে।
More Stories
বিজ্ঞানচেতনার প্রজ্বলিত প্রদীপ — ড. মেঘনাদ সাহা
অটলজির মতোই কি এবার চাপের মুখে মোদী সরকার?
নীতিশ সরকারের নতুন দান — ২৫ লক্ষ মহিলার ব্যাঙ্কে পৌঁছল ১০ হাজার টাকা