October 6, 2025

জঙ্গী হামলায় কমপক্ষে ৯’তীর্থযাত্রীর মৃত্যু।

সোমালিয়া ওয়েব নিউজ ;জম্মু-কাশ্মীরেরিয়াসি জেলায় তেড়িয়াত-এ জঙ্গী হামলায় কমপক্ষে ৯’তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত– ৩৩ ।গত সন্ধ্যায় শিবখড়ি তীর্থস্থান থেকে কাটরাগামীএকটি বাসে জঙ্গীরা হামলা চালায়। এর ফলে বাস চালক আহত হন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে, দুর্ঘটনা ঘটে। আহতদের তেড়িয়াত, রিয়াসি ও জম্মুতে চিকিৎসা চলছে।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই হামলাকে মানবতা বিরোধী বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশ নিহতদের পরিবারের এবং আহতদের পাশে রয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং, এই হামলার তীব্র নিন্দা করেন। শ্রী শাহ, জম্মু কাশ্মীরের উপ রাজ্যপাল এবং পুলিশের মহা নির্দেশকের সঙ্গে কথা বলেন। হামলাকারীরা খুব শীঘ্রই ধরা পড়বে বলে তিনি মন্তব্য করেন।রাজনাথ সিং, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Loading