October 5, 2025

৯ জনকে নিয়ে একটি বিমান নিখোঁজ।

সোমালিয়া ওয়েব নিউজ; উপরাষ্ট্রপতি মালাউই-র সাওলোস চিলিমা এবং আরও ৯ জনকে নিয়ে একটি বিমান নিখোঁজ। মালাউই-র রাষ্ট্রপতি লাজারুস চাকওয়েরার দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল রাজধানী লিলঙউই থেকে বায়ুসেনার একটি বিমান ওড়ার পর রেডার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ছিলেন ৫১ বছর বয়সী উপরাষ্ট্রপতি,তাঁর স্ত্রী এবং আরও ৮ জন। রাজধানী লিলঙউই ছাড়ার পর বিমানটি জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫ মিনিট পর বিমানটির নামার কথা ছিল। চলছে বিমানটির ।

Loading