October 5, 2025

আজ প্রধানমন্ত্রী G7 সম্প্রসারিত শিখর সম্মেলনে যোগ দেবেন

সোমালিয়া ওয়েব নিউজ ;আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইটালির আপুলিয়ায় G7 সম্প্রসারিত শিখর সম্মেলনে যোগ দেবেন। ঐ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আমন্ত্রণে দু’দিনের সফরে গতরাতে তিনি ইটালি পৌঁছন। উক্ত সম্মেলনে ভারত, অতিথি দেশ হিসেবে আমন্ত্রিত হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সফরকালে জি-সেভেন গোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হতে পারেন। অতিথি দেশগুলির নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গেও তাঁর আলোচনা হতে পারে। জি-সেভেন গোষ্ঠীর দেশগুলি হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, কানাডা, ফ্রান্স, ,জাপান, ব্রিটেন এবং জার্মানি।

Loading