October 5, 2025

স্মার্ট পঞ্চায়েত ২.০ আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা

সোমালিয়া ওয়েব নিউজ; পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের মানুষকে আরো ভালো পরিষেবা পৌঁছে দিতে স্মার্ট পঞ্চায়েত ২.০ আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট চালু করা করল। এই চ্যাটবট থেকে পঞ্চায়েত এলাকার বাসিন্দারা নানা সরকারি পরিষেবা অনলাইনে পাবেন। পঞ্চায়েত দপ্তরের কর্মীদের জন্য একাধিক সুবিধা মিলবে বলে পঞ্চায়েত দফতরের তরফে জানানো হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ চ্যাট বটের নাম্বার ৬২৯১২৬৫৮৫৪। ট্রেড, বাড়ি তৈরির অনুমোদন সংক্রান্ত শংসাপত্র, এনওসি বা বাণিজ্যিক বিষয়ে নো অবজেকশন সার্টিফিকেট পুনর্নবীকরণের অ্যালার্ট, পরিষেবা সংক্রান্ত অভিযোগ ও তার নিষ্পত্তির তথ্য, পঞ্চায়েত দপ্তরের অতিথি শালা বুক করা সহ একাধিক পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। চ্যাটবট থেকে পঞ্চায়েত কর্মীরাও অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেসেজ, পে স্লিপ, বার্ষিক বেতন ইত্যাদি। স্মার্ট পঞ্চায়েতের নানা দিক নিয়ে আলোচনা করতে আজ ধনধান্য অডিটোরিয়ামে এক সম্মেলনে হবে। রাজ্য পঞ্চায়েত দফতরের আয়োজিত সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পঞ্চায়েত প্রতিনিধিদের সামনে স্মার্ট পঞ্চায়েতের গুরুত্ব তুলে ধরবেন পঞ্চায়েত দফতরের শীর্ষ কর্তারা। উপস্থিত থাকবেন মন্ত্রী প্রদীপ মজুমদার।

Loading