সোমালিয়া সংবাদ, আরামবাগ: জওয়ান ভর্তি কেন্দ্রীয় বাহিনীর বাসের সঙ্গে লরির সংঘর্ষ। এই ঘটনায় বাসের হেল্পার, চালকসহ মোট চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাঁদের সকলকেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজনের অল্প চোট লেগেছে। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের ভালিয়ায়। জানা গেছে, এলাকায় টহল শেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই বাসে করে বাতানল থেকে আরামবাগে আসছিলেন। তখনই বর্ধমানগামী একটি লরি মুথাডাঙ্গা থেকে বাতানলের দিকে যাচ্ছিল। ভালিয়া মোড়ে লরিটি সরাসরি কেন্দ্রীয় বাহিনীর বাসটিতে ধাক্কা মারে। এরপর স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে জওয়ানদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয় মানুষ লরি চালককে আটক করে চড় চাপড় দেয় বলে জানা গেছে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
More Stories
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির গোঘাট এক নম্বর আঞ্চলিক কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
গোঘাটে দুর্গোৎসবের মূল আকর্ষণ ‘রাবণ কাটা’ রথের মেলা
রামকৃষ্ণ সেতু ২৪x৫ ঘন্টা খোলা রাখার আবেদন মহাষষ্ঠী থেকে বিজয়া পর্যন্ত — দুর্গাপুজোয় নির্বিঘ্ন যাতায়াতের স্বার্থে বিধায়ক মধুসূদন বাগের মুখ্যমন্ত্রীকে চিঠি