October 5, 2025

লোকসভায় বিরোধী দলনেতা কে ?

সোমালিয়া ওয়েব নিউজ: কংগ্রেস দলের প্রবীণ নেতা কে সি বেণুগোপাল গতকাল সাংবাদিকদের জানান রাহুল গান্ধী হয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা। দলের প্রধান সোনিয়া গান্ধী, অধ্যক্ষপ্রতীম, ভর্ত্রুহরি মহতাবকে চিঠি লিখে এই বিরোধী দলনেতা নিযুক্তির কথা জানিয়েছেন।

Loading