সোমালিয়া ওয়েব নিউজ: গতকাল পুরুলিয়ার বরাবাজার থানার একাধিক জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ নষ্ট করলো আবগারি দপ্তর। গতকাল সকালে এই অভিযান চালানো হয়। জানা গেছে বরাবাজার থানার ব্রজরাজপুর, শালঘাটি এলাকায় অভিযান চালিয়ে ১২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৬০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।
More Stories
জয়রামবাটিতে স্টেশনের উদ্বোধন ১১ ডিসেম্বর করার দাবি : কামারপুকুর রেল চাই পক্ষের আবেদন
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টি ও ধসে মৃত ১৩, নিখোঁজ ১
বিহার নির্বাচনে কংগ্রেসের তিন পর্যবেক্ষক ঘোষিত