December 1, 2025

নতুন আইনে e- বিবৃতি দিতে পারবেন

সোমালিয়া ওয়েব নিউজ: মহিলাদের অধিকার সুরক্ষিত করতে নতুন ফৌজদারি আইনকে আরও শক্তিশালী করা হয়েছে। মহিলাদের সম্মান ও সম্ভ্রম রক্ষায় এই আইনে কঠোরতম বিধানের সংস্থান রয়েছে। নতুন আইনে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পথ প্রদর্শনে প্রযুক্তির সাহায্যে নিপীড়িতরা আরও দ্রুত বিচার পাবেন। এই আইনে ধর্ষণের শিকার হওয়া যে কেউ e- বিবৃতি দিতে পারবেন।

Loading