October 6, 2025

মানব দেহের অঙ্গ পাচারকারী এক আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত এক চিকিৎসক সহ ৭জন গ্রেপ্তার

সোমালিয়া ওয়েব নিউজ: গতকাল দিল্লি পুলিশ, মানব দেহের বিভিন্ন অঙ্গ পাচারকারী এক আন্তর্জাতিক চক্রের সঙ্গে যুক্ত এক চিকিৎসক সহ ৭’জনকে গ্রেপ্তার করেছে। চক্রটি ২০১৯ সাল থেকে সক্রিয় রয়েছে বলে জানা গেছে। অমিত গোয়েল দিল্লির ক্রাইম ব্রাঞ্চের পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, এই চক্রের প্রধান হল এক বাংলাদেশী। তিনি বলেন, পুলিশ এমন একজনকে গ্রেপ্তার করেছে, যে সব গ্রহীতা ও দাতার সঙ্গে যোগাযোগ করতো। তারা চাকরির অজুহাতে বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসত এবং জাল কাগজপত্র তৈরি করে তাদের কিডনি প্রতিস্থাপন করত। ৮টি মোবাইল, ২টি ল্যাপটপ ও জাল কাগজপত্র উদ্ধার।

Loading